'আমাদের পাড়া আমাদের সমাধানে' এসে হঠাৎই অজ্ঞান মহিলা! দেবদূতের মতো হাজির বিধায়ক! 'নেতা'র চিকিৎসাতেই সেরে উঠলেন
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Amader Para Amader Samadhan: বুধবার আমাদের পাড়া আমাদের সমাধানে এসে হঠাৎই সবার মাঝে অজ্ঞান হয়ে যান এক মহিলা। ঘটনাচক্রে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডা: অলক জলদাতা। দেরি না করে শুরু করলেন চিকিৎসা।
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: রায়দিঘির কুমড়োপাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধানে এসে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। ওই মহিলার নাম সবিতা মন্ডল (৪৫)। তাঁকে চিকিৎসা করে সুস্থ করে তুললেন রায়দিঘির বিধায়ক ডা: অলক জলদাতা।
বুধবার হঠাৎই সবিতাদেবী সবার মাঝে অজ্ঞান হয়ে যান। ঘটনাচক্রে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডা: অলক জলদাতা। দেরি না করেই তিনি সেখানে চিকিৎসা শুরু করেন। তৎক্ষণাৎ চিকিৎসা পেয়ে কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা।
আরও পড়ুনঃ পরিত্যক্ত হোটেলের বাগানে ঝুলছে পচা দেহ! দুর্গন্ধে টেঁকা দায়! গৃহবধূর এমন পরিণতি কীভাবে?
এই ঘটনায় খুবই খুশি স্থানীয়রা। আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে স্থানীয় বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যা ও কোন কাজের প্রয়োজন রয়েছে তা তুলে ধরছেন। সেগুলি সমাধান করেছেন আধিকারিকরা।তবে রায়দিঘির বিধায়ক পেশায় চিকিৎসক হওয়ায় বাড়তি সুবিধা পেয়েছেন স্থানীয়রা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দীর্ঘদিনের জল সঙ্কটের সমাধান! ‘অম্রুত’ প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দেবে পরিশ্রুত পানীয়, খুশির হাওয়া রঘুনাথপুরে
এ নিয়ে রায়দিঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা জানিয়েছেন, প্রচন্ড গরমের মধ্যে ওই মহিলা সকাল থেকে শুধু জল এবং কম খাবার খেয়ে ছিলেন। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সময় মত চিকিৎসা করায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়েনি। এই ঘটনা যখন ঘটে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ২ সদস্য মাধবী হালদার পুরকাইত ও চন্দনা হালদার তাঁরাও ওই মহিলাকে ধরে রাখেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাড়ায় সমাধানে বিধায়কের হাত থেকে চিকিৎসা পেয়ে খুশি ওই মহিলাও। স্থানীয় মানুষজন এই দৃশ্য দেখে জানিয়েছেন তাঁরা সবসময় বাড়তি সুবিধা পাচ্ছেন। যে কোনো অনুষ্ঠান বা সভাতে যেখানে বিধায়ক উপস্থিত থাকবে সেখানে চোখ বুজিয়ে যাওয়া যাবে।
advertisement
এ নিয়ে ডা: অলক জলদাতা আরও জানান, ‘তাঁর কাজ মানুষের পাশে থাকা। চিকিৎসা করা তাঁর কর্তব্য। তিনি যেখানেই থাকুক না কেন প্রয়োজনে তিনি সেটা সবসময় করবেন’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 6:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'আমাদের পাড়া আমাদের সমাধানে' এসে হঠাৎই অজ্ঞান মহিলা! দেবদূতের মতো হাজির বিধায়ক! 'নেতা'র চিকিৎসাতেই সেরে উঠলেন