পরিত্যক্ত হোটেলের বাগানে ঝুলছে পচা দেহ! দুর্গন্ধে টেঁকা দায়! গৃহবধূর এমন পরিণতি কীভাবে?

Last Updated:

Women Body Recovered: রাতে স্বামীর সঙ্গেই ঘুমাতে গিয়েছিলেন মহিলা। মাঝরাতে স্বামীর ঘুম ভাঙতেই দেখেন, পাশে স্ত্রী নেই। ১০ দিন পর পরিত্যক্ত হোটেলের বাগানে ঝুলন্ত অবস্থায় মহিলার পচাগলা দেহ উদ্ধার।

গত ১০ দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার মহিলার পচাগলা দেহ
গত ১০ দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার মহিলার পচাগলা দেহ
পুরুলিয়া, ইন্দ্রজিৎ রুজ: গত ১০ দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হলেন মহিলা। হবে জীবিত নন। উদ্ধার হয়েছে নিখোঁজ মহিলার মৃতদেহ। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা একটি পরিত্যক্ত হোটেলের বাগানে ঝুলন্ত অবস্থায় মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। পুরুলিয়া মফস্বল থানার হুলকা গ্রামের অদূরে ওই মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম ভারতী মাহাতো। আনুমানিক বয়স ৪৫ বছর। বাড়ি পুরুলিয়া মফস্বল থানার হুলকা গ্রামে। গত ১ সেপ্টেম্বর মধ্যরাত থেকেই নিখোঁজ ছিলেন মহিলা। রাতে স্বামীর সঙ্গেই ঘুমাতে গিয়েছিলেন। মাঝরাতে স্বামীর ঘুম ভাঙতেই দেখেন, পাশে স্ত্রী নেই। পরের দিন সকাল থেকে শুরু হয় খোঁজাখুঁজি। ১০ দিন পর মিলল হদিস।
advertisement
আরও পড়ুনঃ পুলিশের মানবিক মুখ! জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত যাত্রীদের জন্য যা করলেন DSP, ধন্য ধন্য করছে সবাই
বুধবার দুপুরে এলাকাবাসীরা দেখেন পুরুলিয়া-রাঁচি ১৮ নম্বর জাতীয় সড়কের ধারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি হোটেলের বাগানে গাছের মধ্যে ঝুলছে এক মহিলার দেহ। দেহে পচন ধরেছে। মুহূর্তের মধ্যে এলাকায় হইচই কাণ্ড বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী কারনে মৃত্যু হল মহিলার তা তদন্ত করছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কবরস্থান লাগোয়া পরিত্যক্ত বাড়ির ঝোপে র*ক্তমাখা… কাছে যেতেই শিউরে উঠল গা! কে বা কারা করল এমন নৃশংস কাজ?
মহিলার দুই ছেলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। স্বামীর সঙ্গে থাকতেন ভারতীদেবী। পারিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরিত্যক্ত হোটেলের বাগানে ঝুলছে পচা দেহ! দুর্গন্ধে টেঁকা দায়! গৃহবধূর এমন পরিণতি কীভাবে?
Next Article
advertisement
India vs Bangladesh: ২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে ‘লজ্জার’ হার ভারতের, উচ্ছ্বসিত লিটন দাস কী পোস্ট করলেন, দেখুন
২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে হার ভারতের, উচ্ছ্বসিত লিটন দাস কী পোস্ট করলেন, দেখুন
  • ছন্নছাড়া ফুটবল, স্ট্রাইকারদের ব্যর্থতা

  • ২২ বছর পর বাংলাদেশের কাছে লজ্জার হার ভারতের

  • ১-০ গোলে হার ভারতের

VIEW MORE
advertisement
advertisement