#দেগঙ্গা: স্ত্রীর পরকীয়া সন্দেহে বেধড়ক মারধর। এক যুবক ও স্ত্রীকে মারধরের অভিযোগ। তুলে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে মারধর। দেগঙ্গার চাকলায় বর্বরোচিত ঘটনা। রাস্তায় বেঁধে তাদের মারধর করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। দেগঙ্গার চাকলায় বর্বরোচিত ঘটনাটি ঘটেছে ৷
মারধরের পর দু'জনের ন্যাড়া করে দেওয়া হয়। মারধরের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। দু'জনকে নিয়ে সালিশি সভাও বসানো হয়। অভিযুক্ত প্রেমিককে ৪০ হাজার টাকা জরিমানা। জরিমানা আদায় করে গ্রামের মোড়লরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আক্রান্ত মহিলার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deganga, Extra Marital Affairs