North 24 Parganas News: কাঠের ভগ্ন সেতুতে প্রতিদিন পারাপার, ফের ঘটতে পারে ভয়ানক ঘটনা

Last Updated:

সীমান্তের মানুষ। তাই তারা চাইছেন দ্রুত কংক্রিটের ব্রিজ অন্যদিকে ইছামদী নদীর সংস্কার না হলে কচুরিপানা ঢেকে যাবে কাঠের সেতু  যার কারণে বড়োসড় দুর্ঘটনার কবলে পড়তে হবে।

+
বেহাল

বেহাল কাঠের সেতু

জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগণা: কাঠের টলমল সেতুতে প্রতিদিন পারাপার, ফের ঘটতে পারে ভয়ানক ঘটনা। ইতিমধ্যে স্বরূপনগরের টিপির ঘাট সেতু ভেঙে পড়ার পর থেকে চরম আতঙ্কে রয়েছেন স্বরূপনগরের গোবিন্দপুর শগুনা এলাকার কাঠের সেতু ব্যবহারকারী সাধারণ মানুষ। ইছামতি নদীতে কচুরিপানার জঙ্গল, টলমল কাঠের সেতু জীবনের ঝুঁকি নিয়ে চার চাকা গাড়ি নিয়েই পারাপার করছেন নিত্যযাত্রীরা, কিন্তু নির্বিকার প্রশাসন।
জীবনের ঝুঁকি নিয়ে দুর্বল কাঠের সেতুর উপর দিয়ে চার চাকা গাড়ি, অ্যাম্বুলেন্স যাচ্ছে। কথাসাহিতিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাধের ইছামতি সংস্কারের অভাবে ধুঁকছে নাব্যতা হারিয়েছে, কচুরিপানা ঘিরে রেখেছে কয়েক কিলোমিটার। অসহায় নদী পাড়ের বাসিন্দারা উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের ইছামতি নদী যার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাস সংস্কৃতি সাহিত্য কাব্য কথা।
advertisement
advertisement
আজ সেই নদী সংস্কারের অভাবে দিনে প্রতি দিন গতিপথ হারাচ্ছে। নদীর উপর অবস্থিত এই সেতু থেকে প্রায় ২০০ ফুট লম্বা ৮ ফুট চওড়া কাঠের সেতু গোবিন্দপুর শগুনা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের ৫০ হাজার মানুষ যাতায়াত করে। বিশেষ করে শারাফুল নির্মাণ ব্লক হাসপাতাল, বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে আসতে গেলে সহজেই এই সেতু ব্যবহার করতে হয়। অ্যাম্বুলেন্স, চারচাকা, ছোট মাঝারি বাইক-সহ সাধারণ মানুষ এই সেতুর উপর দিয়ে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। যাতায়াত করছে স্কুল পড়ুয়া থেকে কলেজ ছাত্র ছাত্রীরা। কচুরিপানার জন্য কাঠের সেতুর বেহাল টলমল করছে। আর তার মধ্য দিয়েই ছুটে চলছে চারচাকা গাড়ি। যেকোনো সময় বড়সড় বিপর্যয়ের মধ্যে পড়তে হতে পারে।
advertisement
ছোট মাঝারি সাধারণ নিত্যযাত্রীরা। বারবার নদী সংস্কারের কথা বলল স্থানীয় বাসিন্দারা আজও হয়নি। কেন্দ্র এ বিষয়ে একেবারে নির্বিকার হয়ে বসে আছে। এমনটাই বলছেন সীমান্তের মানুষ। তাই তারা চাইছেন দ্রুত কংক্রিটের ব্রিজ অন্যদিকে ইছামদী নদীর সংস্কার না হলে কচুরিপানা ঢেকে যাবে কাঠের সেতু  যার কারণে বড়োসড় দুর্ঘটনার কবলে পড়তে হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কাঠের ভগ্ন সেতুতে প্রতিদিন পারাপার, ফের ঘটতে পারে ভয়ানক ঘটনা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement