Howrah News: নদীতে মিলছে না ইলিশ! প্রাণের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় সাগরে পাড়ি দিচ্ছে মৎস্যজীবীদের
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News নদীতে মাছ মিলছে না, ফলে অধিকাংশ নৌকা ডাঙায়। তাই মাঝিরা এবার জীবনের ঝুঁকি নিয়ে ইলিশের খোঁজে রূপনারায়ণ নদী থেকে সাগরে পাড়ি দিচ্ছে ইলিশ ধরতে।
হাওড়া: ইলিশের খোঁজে নদী ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে পাড়ি দিচ্ছেন হাওড়ার মৎস্য শিকারীদল। নদীতে জাল ফেলে মিলছেনা পর্যাপ্ত মাছ। ইলিশের এই মরশুমেও জালে ধরা পড়ছে না রুপোলি শস্য। ফলে নদীতে জাল পেতে দিন শেষে সংসার খরচ উঠছে না জেলাদের। হাওড়ার বাগনান এবং আমতা ব্লকের বাকসী মানকুর দেগ্রাম-সহ বিভিন্ন গ্রামের কয়েকশো মৎস্য শিকারি সংসারে অচলাবস্থা দেখা দিয়েছে। প্রায় সারা বছর নদীর উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করে এখানকার মানুষ। কিন্তু কয়েক বছর নদীতে জাল ফেলে পর্যাপ্ত মাছ উঠছে না। অনেকেই এই পেশা ছেড়েছেন বাধ্য হয়ে। নদীতে মাছ মিলছে না, ফলে অধিকাংশ নৌকা ডাঙায়। তাই মাঝিরা এবার জীবনের ঝুঁকি নিয়ে ইলিশের খোঁজে রূপনারায়ণ নদী থেকে সাগরে পাড়ি দিচ্ছে ইলিশ ধরতে।
গত কয়েক বছরে স্থানীয় বহু মৎস্য শিকারি এই পেশা ছেড়েছেন। কেউ মিষ্টির দোকানে কাজে লেগেছেন, কেউ চাষের জমিতে, আবার কেউ ইট ভাটায় কাজে যোগ দিয়েছেন। গত প্রায় এক দশকে রূপনারায়ণ নদীতে জাল ফেলে সেভাবে মাছ মিলছে না। মাছ ধরে সংসার চালানো তো দূরের কথা। অনেকেই বলছেন, জাল কেনা নৌকা মেরামতির খরচই উঠছে না নদীতে মাছ ধরে।
advertisement
কয়েক বছর আগে পর্যন্ত মৎস্য শিকারীদের উজাড় করে দিত নদী। জাল ফেললেই উঠত নানা ধরনের মাছ। আর ইলিশের মরশুম এলে আরও লাভবান হবার সুযোগ ইলিশ বিক্রি করে বাড়তি আয় হত। এখন সেসব অতীত। বর্তমানে দিনের পর দিন নদীতে ভেসে থেকে জাল পেতে মাছের অপেক্ষায় থেকে নিরাশ হতে হচ্ছে। ইলিশের সিজনেও নদীতে মিলছে না ইলিশ। ফলে বাধ্য হয়ে ছোট ছোট নৌকায় জাল গেঁথে এক একটি নৌকায় চার থেকে ছ’জন মিলে নদী থেকে মাছের খোঁজে পাড়ি দিচ্ছেন সাগরে।
advertisement
advertisement
হাওড়ার রূপনারায়ণ নদী তীরবর্তী গ্রামের মৎস্য শিকারীরা নদীপথে পৌঁছে যাচ্ছেন সাগরে। অনেক আশা নিয়ে জীবনের ঝুঁকি নিয়েই এবার, বাগনান আমতার বিভিন্ন গ্রামের মৎস্য শিকারীরা। রূপনারায়ণ নদী থেকে কোলাঘাট হলদিয়া হয়ে বঙ্গোপসাগরে যাচ্ছেন মাছ শিকার করতে।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 8:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: নদীতে মিলছে না ইলিশ! প্রাণের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় সাগরে পাড়ি দিচ্ছে মৎস্যজীবীদের