North 24 Parganas News: ঝুঁকির পারাপারে বিপদ! খেয়াঘাট থেকে রায়মঙ্গল নদীতে তলিয়ে গেল ওটা কী!

Last Updated:

স্থানীয়দের প্রচেষ্টায় প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু হলেও, দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও বাইকটির কোনও হদিস পাওয়া যায়নি। এই দুলদুলি-লেবুখালি রুটটি হিঙ্গলগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ নদীপথ।

+
ঝুঁকির

ঝুঁকির পারাপার 

জুলফিকার মোল্যা, হিঙ্গলগঞ্জ: ঝুঁকির পারাপারে বিপদ! খেয়াঘাট থেকে পড়ে রায়মঙ্গল নদীতে তলিয়ে গেল বাইক। আবারও দুর্ঘটনা রায়মঙ্গল নদীর বুকে। হিঙ্গলগঞ্জের দুলদুলি খেয়াঘাট থেকে লেবুখালি ঘাটে যাওয়ার পথে একটি বাইক খেয়া নৌকায় তুলতে গিয়ে পড়ে যায় নদীতে। মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় বাইকটি।
স্থানীয়দের প্রচেষ্টায় প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু হলেও, দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও বাইকটির কোনও হদিস পাওয়া যায়নি। এই দুলদুলি-লেবুখালি রুটটি হিঙ্গলগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ নদীপথ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রুটে খেয়া নৌকায় সাইকেল, বাইকসহ পারাপার করেন। কিন্তু খেয়াঘাটে নিরাপত্তার অভাব এবং সুব্যবস্থার ঘাটতির জন্য বারবার ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, একাধিকবার প্রশাসনের কাছে আবেদন করা হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।
advertisement
advertisement
মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পেরোচ্ছে। এবার দাবি জোরাল হচ্ছে— রায়মঙ্গল নদীর উপর দ্রুত ব্রিজ নির্মাণ হোক। যাতে আর কোনও মূল্যবান জীবন বা সম্পদ এভাবে নদীর তলায় হারিয়ে না যায়।
advertisement
প্রতিদিন সকাল-সন্ধ্যা স্কুল পড়ুয়া, রোগী, বাজারগামী মানুষ এবং কর্মজীবীরা এই পথেই যাতায়াত করেন। বর্ষা বা ভরা জোয়ারে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অনেক সময় অতিরিক্ত যাত্রী ও যানবাহন নিয়ে খেয়া চলাচল করে, যা বিপদের অন্যতম কারণ। স্থানীয় খেয়া মাঝিরাও জানান, সঠিক ঘাট বাঁধা এবং র‌্যাম্প না থাকায় যাত্রী এবং বাইক ওঠানামার সময় ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। প্রাকৃতিক দুর্যোগ হলে তো পরিস্থিতি আরও ভয়াবহ। এলাকাবাসীদের কথায়, শুধু কথা নয়, এবার দরকার কার্যকরী পদক্ষেপ। ব্রিজ হলে যেমন সময় বাঁচবে, তেমনই কমবে দুর্ঘটনার ঝুঁকি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ঝুঁকির পারাপারে বিপদ! খেয়াঘাট থেকে রায়মঙ্গল নদীতে তলিয়ে গেল ওটা কী!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement