Purulia News : বন্ধুদের সঙ্গে কাঁসাই নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর

Last Updated:

জলের তোড়ে তলিয়ে গেল যুবক , উদ্ধার কার্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী!

নদীতে তলিয়ে গেল কিশোর
নদীতে তলিয়ে গেল কিশোর
শর্মিষ্ঠা ব্যানার্জি, পুরুলিয়া: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমেই হল কাল। তলিয়ে গেল বছর ১৫ এক যুবক। পাঁচ বন্ধুর সঙ্গে পুরুলিয়ার কাঁসাই নদীতে স্নান করতে গিয়েছিল বিকাশ দাস নামক এক যুবক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত কাঁসাই নদীতে।
জানা যায়, পুরুলিয়া শহরের পাঁচ যুবক কাঁসাই নদীতে স্নান করতে গিয়েছিল, সেই সময় জলের তোড়ে বিকাশ দাস নামক এক ১৫ বছরের যুবক জলের তোড়ে ভেসে যায়। তার বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করেও তাকে আর খুঁজে পাওয়া যায় নি। খবর দেওয়া হয় ওই যুবকের পরিবারে ও টামনা থানায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় টামনা থানার পুলিশ। পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দল।‌ যুবকের সন্ধানে তল্লাশি চালায় তারা।
advertisement
advertisement
পরিবারের দাবি , খেলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিল বিকাশ। পরিবারের কেউই জানত না সে নদীতে স্নান করতে আসবে। বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে এই দুর্ঘটনা ঘটে। বিকাশ তলিয়ে যাওয়ার পর। তার এক বন্ধুই বাড়িতে খবর দেয়। তারপরই তারা কাঁসাই নদীর পাড়ে আসেন। ‌
advertisement
এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। ‌ যুবকের সন্ধানে ক্রমাগতই সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে যায় বিপর্যয় মোকাবিলা টিম বলে টামনা থানা সূত্রে জানা গিয়েছে। তবে এদিন কোনও খোঁজ মেলেনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : বন্ধুদের সঙ্গে কাঁসাই নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement