Nolen Gur: নলেন গুড় তো অনেক খেয়েছেন, কেন সবচেয়ে সুস্বাদু, জিরেন কাটের খেজুর গুড়?
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
শীত মানেই নলেন গুড় আর হরেক মিষ্টির মেলা।
দক্ষিণ ২৪ পরগনা: নলেন গুড় তো অনেক খেয়েছেন। নাম শুনেছেন জিরেন কাঠের নলেন গুড়। সব ধরনের গুড়কে টেক্কা দেবে এই জিরেন কাঠের নলেন গুড়। বাঙালির কাছে শীতের আগমন মানেই নলেন গুড় বা খেজুর গুড়। নলেন গুড় বা তার থেকে তৈরি বিভিন্ন মিষ্টি শীতকালের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এর স্বাদ, গন্ধ এমন যে জিভে জল চলে আসে। খেজুর গুড়কেই নলেন গুড় বলে অর্থাৎ খেজুর গাছের রস থেকে তৈরি হয় এই গুড়। এবার এই নতুন গুড় সম্পর্কে জানুন।
গুড় তৈরি করার বেশ কয়েকটি ধাপ আছে। এর প্রথম ধাপ হল ‘গাছ কাটা’। হেমন্তের হিমেল হাওয়া যখন হাল্কা শীতের প্রভাব ফেলতে শুরু করে, সেই সময় থেকেই এই কাজ শুরু করতে হয় শিউলিদের। গাছ কেটে রস বেরনোর পথ তৈরি করার পর বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। শীতের শুরু থেকে গাছে রস আসতে শুরু করে। তখন শুরু হয় নলেন গুড় তৈরির দ্বিতীয় ধাপ। সূর্য ডোবার আগে মাটির কলসি গাছে এমন ভাবে ঝুলিয়ে দিতে হয় যাতে কলসির মুখটা কাঠির নীচে থাকে। সারারাত ধরে কলসিতে জমা হতে থাকে রস। পরদিন ভোরবেলা, সূর্যের আলো ফোটার আগে গাছ থেকে কলসি নামিয়ে নিতে হয়।
advertisement
এই ধরনের পদ্ধতিতে সাধারণ নলেন গুড় হয়। তবে জিরিন কাঠের গুড় খেতে গেলে এই পদ্ধতিতেই ওই গাছকে তিন থেকে চার দিন বিশ্রাম দেওয়ার পর আবারও যে রসটি পারা হয় যেটা দিয়ে গুড় তৈরি হয় তাকেই বলা হয় জিরেন কাঠের গুড়। আর এই গুড়ের স্বাদের আলাদা মাত্রা।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 09, 2024 4:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nolen Gur: নলেন গুড় তো অনেক খেয়েছেন, কেন সবচেয়ে সুস্বাদু, জিরেন কাটের খেজুর গুড়?







