এ কী! ফুলের উপত্যকা 'ন্যাড়া', কী রয়েছে তার জায়গায়? পর্যটক হতাশ! ভুলেও এখন যাবেন না!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Saikat Shee
Last Updated:
Flower Valley: ডিসেম্বরের শেষ অথচ গাছে ফুল নেই হলটা কী ফুলের উপত্যকায়, এই প্রশ্ন ফুলপ্রেমী পর্যটকদের মনে।
পাঁশকুড়া: ফুলের উপত্যকায় এসে হতাশ পর্যটকেরা। মাঠে সারি সারিগাছ থাকলেও ফুল নেই। ডিসেম্বরের শেষ অথচ গাছে ফুল নেই হলটা কী ফুলের উপত্যকায়, এই প্রশ্ন ফুলপ্রেমী পর্যটকদের মনে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া শহরের বর্তমান পরিচিতি ফুল দিয়ে। সারা বছরই পাঁশকুড়ায় নানান ধরনের ফুল চাষ হলেও শীতের সময় মাঠের পর মাঠ ভরে ওঠে রংবেরঙের ফুলে।
সেই ফুলের শোভা উপভোগ করতে জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা ছুটে আসেন পাঁশকুড়ায়। পাঁশকুড়ার নানা প্রান্তে শীতকালে চন্দ্রমল্লিকা, গাঁদা, গ্যাডিওলাস, গোলাপ সহ বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়। পাঁশকুড়ার কংসাবতী নদীর তীরবর্তী ক্ষীরাই বর্তমানে ফুলের উপত্যকা নামে পরিচিত।
আরও পড়ুন- চিনেবাদাম বেচতেন RBI-এর সামনে, আড়ালে ভয়ঙ্কর এই ‘হাতের কাজ’…! কে সেই ‘মাস্টারমাইন্ড’? যা জানা গেল, শিউরে উঠবেন
প্রতিবছর ডিসেম্বর মাসের শুরু থেকে ফুলের উপত্যকায় ফুলের অপরূপ শোভা উপভোগ করতে ফুল প্রেমী পর্যটকেরা ছুটে আসেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি টানা তিন মাস পর্যটকের ভিড়ে উপচে পড়ে পাঁশকুড়ার এই ফুলের উপত্যকা। কিন্তু এবার ডিসেম্বরে ভিন্ন চিত্র। ফুলপ্রেমী পর্যটক এলেও গাছে ফুল নেই। হতাশ হয়ে ফিরতে হচ্ছে পর্যটকদের। এরকমই এক পর্যটক জানান, ‘প্রতিবছর ডিসেম্বর মাসে এসে দেখি মাঠের পর মাঠ ফুলে ভরে যায়। কিন্তু এবছর ফুল নেই। কিছুটা খারাপ লাগা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে।’
advertisement
advertisement
এরই মধ্যে পাখনা মেলে প্রজাপতিরা আনাগোনা শুরু করেছে। মধু আহরণে মৌমাছিরাও ভিড়করছে। শীতের পরশ লাগতেই যেন এভাবেই ছন্দে ফিরে ফুলের উপত্যকা পাঁশকুড়ার ক্ষীরাই। তবে এবার বর্ষায় বন্যা যে ভয়াল রূপ নিয়েছিল সেই বিপর্যয় মোকাবিলা করে যে ক্ষীরাই ফের নিজ ছন্দে ফিরতে পারবে তা চিন্তার অতীত ছিল চাষিদের কাছে। আর বন্যার কারণেই এবার ডিসেম্বর মাসে ফুলের উপত্যকা ফুলে ভরে ওঠেনি। তবে চাষিদের আশা জানুয়ারি মাসের প্রথম থেকেই ফুলের উপত্যকা ফুলে ভরে উঠবে। সেই জায়গায় বাহারি ফুলের দেখা মিলতে শুরু করায় ফের দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে ভিড়করতে শুরু করবে পর্যটকেরা।
advertisement
সময়েফুল চাষ না হওয়ায় ফুল ফোটেনি, আর তাতে অনেকটাই হতাশ পর্যটকেরা। যদিও নতুন বর্ষ বরণের পরেই এই ফুলের উপত্যকা পুনরায় চেনা ছন্দে সেজে উঠবে বলে দাবি করেছেন এলাকার ফুল চাষিরা।ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম করলা, পার্শ্ববর্তী পাঁশকুড়া ১ গ্রাম পঞ্চায়েতের জানাবাড়, মহৎপুর, নস্করদিঘি-সহ পাঁশকুড়া পুরসভার কাঁসাই তীরবর্তী জন্দড়া, ভবানীপুর, চাপাডালি ও পশ্চিম কোল্লা এলাকার ফুলের বাগান গুলিও শীতের পরশে নতুন করে সেজে উঠতে শুরু করেছে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 31, 2024 9:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এ কী! ফুলের উপত্যকা 'ন্যাড়া', কী রয়েছে তার জায়গায়? পর্যটক হতাশ! ভুলেও এখন যাবেন না!