East Bardhaman News: ‘কেতুগ্রামের শ্রীলঙ্কা’! বাংলার এই গ্রামকে কেন এমন না? কোন আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman News: এই গ্রাম যেন পূর্ব বর্ধমানের শ্রীলঙ্কা। চারিদিকে জল আর মাঝখানে মানুষ।
কেতুগ্রাম: এই গ্রাম যেন ‘পূর্ব বর্ধমানের শ্রীলঙ্কা’! মজা করে স্থানীয়রা এখন এই নামেই ডাকছেন কেতুগ্রামকে! চারিদিকে জল আর মাঝখানে গ্রাম। কেতুগ্রাম ২ ব্লকের মধ্যেই রয়েছে নূতনগ্রাম। নৌকা করে কেতুগ্রামের মৌগ্রাম ঘাট পার করে তবেই যাওয়া যায় এই গ্রামে। যাতায়াত ব্যবস্থা বলতে রয়েছে শুধুমাত্র নৌকা।
পুরো গ্রামটি জল দিয়ে ঘেরা, একদিকে ভাগীরথী এবং অন্যদিকে রয়েছে বাবলা নদী। গ্রামে স্কুল রয়েছে, যাতায়াতের জন্য ঢালাই রাস্তাও তৈরি হয়েছে, তবে দীর্ঘদিনের প্রধান একটি সমস্যার আজও কোনও সমাধান হয়নি। নদী বাঁধ ভাঙন এই গ্রামের প্রধান সমস্যা।
advertisement
advertisement
শুধুমাত্র ভাঙনের কারণেই আতঙ্কে থাকেন গ্রামবাসীরা। একসময় গ্রামে প্রায় দেড় হাজার পরিবারের বসবাস ছিল, তবে বর্তমানে রয়েছেন মাত্র ১২০০ পরিবার। প্রায় ৩০০ পরিবার ভাঙনের কারণে গ্রাম ছেড়েছেন। গ্রামবাসী তথা বুথ সভাপতি আলতাব হোসেন শেখ বলেন, ‘‘আমাদের এই গ্রাম পুরো শ্রীলঙ্কার মত। সবই ঠিক আছে, একটাই সমস্যা শুধু ভাঙনের। এটার সমাধান হলে খুবই ভাল হয়।’’
advertisement
বর্তমানে গ্রামের মধ্যে নদীর ধারে যাঁদের বাড়ি রয়েছে, তাঁরা সকলেই আতঙ্কে রয়েছেন। তবে এই বর্ষার সময় সেই আতঙ্ক অনেকটাই বেড়েছে। এই বুঝি ভেঙে পড়বে বাড়ি, সেই চিন্তাতেই রাতের ঘুম উড়েছে বহু মানুষের। গ্রামে এমনও বাসিন্দা রয়েছেন যাঁদের ভাঙনের কারণে পরপর দুবার বাড়ি ভাঙার পরেও তৃতীয় বার নতুন বাড়ি করে বসবাস করতে হচ্ছে। তবে তৃতীয় বাড়িতেও দিন কাটছে আতঙ্কের মধ্যে। গ্রামবাসী নুরবানু বিবি বলেন, ‘‘এই গ্রামেই দুবার বাড়ি ভেঙে যাওয়ার পর আমি তিন নম্বর বাড়ি করেছি। এখন স্বামী অচল, এরপর যদি এটাও ভেঙে যায় তাহলে আর করার সামর্থ্য নেই। এখন এই বাড়িটাও ভাঙনের কারণে ভাঙতে শুরু করেছে। প্রশাসনের কাছে অনুরোধ যেন এই সমস্যার সুরাহা হয়।’’
advertisement
গ্রামবাসীদের অভিযোগ এই বিষয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় জানানোর পরেও কোনও সুরাহা হয়নি। দীর্ঘ বহু বছর ধরে সকলকে আতঙ্ক কে সঙ্গী করেই দিন কাটাতে হয়। মৌগ্রাম অঞ্চলের প্রধান পার্থপ্রতিম চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই বিষয়ে আমাদের বিধায়ক শেখ শাহনাওয়াজ বিধানসভায় আবেদন করেছেন।
advertisement
এর আগে সালার এবং বোলপুর থেকে ইরিগেশন এর দল এসে পরিদর্শন করে গিয়েছে। খুব তাড়াতাড়ি ভাঙন রোধে কাজ শুরু হবে। বর্তমানে গ্রামবাসীদের দাবি একটাই, যেন দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেয় প্রশাসন। এইভাবে যদি আরও কয়েকটা বছর কেটে যায়, তাহলে হয়ত একদিন পূর্ব বর্ধমানের মানচিত্র থেকেই মুছে যাবে নূতনগ্রামের নাম।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 5:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ‘কেতুগ্রামের শ্রীলঙ্কা’! বাংলার এই গ্রামকে কেন এমন না? কোন আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর