Astrology: শনির নক্ষত্রে প্রবেশ সূর্যের! ২ অগাস্ট পর্যন্ত সৌভাগ‍্যের চূড়োয় ৩ রাশি, লাফ দিয়ে বাড়বে আয়, টাকার বৃষ্টি

Last Updated:
Surya Gochar Rashifal: সূর্যদেবকে বলা হয় গ্রহের রাজা। জ‍্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যের নক্ষত্র পরিবর্তন বহু রাশির জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে।
1/5
সূর্যদেবকে বলা হয় গ্রহের রাজা। জ‍্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যের নক্ষত্র পরিবর্তন বহু রাশির জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। রাশিচক্রের কোন কোন রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে সূর্যের গোচরে?
সূর্যদেবকে বলা হয় গ্রহের রাজা। জ‍্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যের নক্ষত্র পরিবর্তন বহু রাশির জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। রাশিচক্রের কোন কোন রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে সূর্যের গোচরে?
advertisement
2/5
গ্রহের রাজা সূর্যদেব ২০ জুলাই শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করেছে এবং এই নক্ষত্রে সূর্যের সঞ্চরণ ২ আগস্ট পর্যন্ত হবে। যার ফলে তিন রাশির লোকেদের অনেক অনেক লাভ হতে চলেছে। কর্মফলদাতা শনি এর নক্ষত্রে তাদের পিতা অর্থাৎ সূর্যের প্রবেশ করার ফলে কয়েকচি রাশির কপাল খুলে যাবে।
গ্রহের রাজা সূর্যদেব ২০ জুলাই শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করেছে এবং এই নক্ষত্রে সূর্যের সঞ্চরণ ২ আগস্ট পর্যন্ত হবে। যার ফলে তিন রাশির লোকেদের অনেক অনেক লাভ হতে চলেছে। কর্মফলদাতা শনি এর নক্ষত্রে তাদের পিতা অর্থাৎ সূর্যের প্রবেশ করার ফলে কয়েকচি রাশির কপাল খুলে যাবে।
advertisement
3/5
কর্কট রাশি: সূর্যের পুষ্য নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জন‍্য ভাল সময় আনতে চলেছে। ব্যবসায় উন্নতি হবে। বাড়ি এবং গাড়ি কেনার জন্য এই সময়টি ভাল। আয়ের নতুন উৎস খুলবে। কর্মস্থলে বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা।

কর্কট রাশি: সূর্যের পুষ্য নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জন‍্য ভাল সময় আনতে চলেছে। ব্যবসায় উন্নতি হবে। বাড়ি এবং গাড়ি কেনার জন্য এই সময়টি ভাল। আয়ের নতুন উৎস খুলবে। কর্মস্থলে বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা।
advertisement
4/5
কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকাদের জন‍্য সূর্যের নক্ষত্র পরিবর্তন ইতিবাচক হতে চলেছে। জাতক জাতিকাদের চাকরির অবস্থান ভাল হতে পারে। কর্মস্থলে সফলতার রাস্তা খুলবে। অর্থনৈতিক অবস্থান আগের থেকে ভাল হবে।আয়ের রাস্তা খুলবে। স্বপ্ন পূরণের জন্য এই সময় সবচেয়ে ভাল হবে।
কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকাদের জন‍্য সূর্যের নক্ষত্র পরিবর্তন ইতিবাচক হতে চলেছে। জাতক জাতিকাদের চাকরির অবস্থান ভাল হতে পারে। কর্মস্থলে সফলতার রাস্তা খুলবে। অর্থনৈতিক অবস্থান আগের থেকে ভাল হবে।আয়ের রাস্তা খুলবে। স্বপ্ন পূরণের জন্য এই সময় সবচেয়ে ভাল হবে।
advertisement
5/5
তুলা রাশি: সূর্যের নক্ষত্র পরিবর্তন শুক্রের তুলা রাশির জাতক জাতিকাদের জন‍্যও ভাল হতে চলেছে। শুভ সংবাদ পেতে পারেন। ব্যবসায় উন্নতি এবং চাকরিতে উন্নতি হতে পারে। সমাজে মান সম্মান বাড়বে। আত্মবিশ্বাস সঠিক থাকবে। ছাত্র জাতক জাতিকারা পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা।
তুলা রাশি: সূর্যের নক্ষত্র পরিবর্তন শুক্রের তুলা রাশির জাতক জাতিকাদের জন‍্যও ভাল হতে চলেছে। শুভ সংবাদ পেতে পারেন। ব্যবসায় উন্নতি এবং চাকরিতে উন্নতি হতে পারে। সমাজে মান সম্মান বাড়বে। আত্মবিশ্বাস সঠিক থাকবে। ছাত্র জাতক জাতিকারা পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা। ((Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement