What's that: ‘ডোরাকাটা দাগ, বাছুরের থেকে বড়’ বাঁকুড়ার বৃদ্ধের চোখে ও কী ধরা পড়ল, এলাকায় আতঙ্কের শিহরণ

Last Updated:

What's that: বাঘের আতঙ্ক অব্যাহত বাঁকুড়ায়! জঙ্গলমহলে কি হচ্ছে?

+
প্রতিকী

প্রতিকী ছবি

বাঁকুড়া: সকালে পায়ের ছাপ, এবার রাতে দেখা দিল বাঘ? শুক্রবার সকাল থেকেই রানিবাঁধ ব্লকের বাগডুবি গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। এবার সেই আতঙ্ক সত্যি বলে দাবি করলেন গ্রামবাসীদের একাংশ। শুক্রবার সকালে জঙ্গলমহলের বাগডুবি গ্রামে রাস্তার একাধিক জায়গায় অজানা জন্তুর বাঘের পায়ের ছাপ পাওয়া যায়।আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।
বন দফতরের পক্ষ থেকে সেই ছাপ গুলি যাচাই করে দেখার কাজ চালানো হচ্ছিল। তার মধ্যেই শুক্রবার সন্ধেবেলা ডোরাকাটা বাঘ দেখতে পেলেন বলে বাগডুবি গ্রামের কয়েকজন যুবক দাবি করলেন।যুবকদের দাবি সন্ধ্যার গ্রামের পাশে জঙ্গলে গিয়েছিলেন। সেই সময় রাস্তা পারাপার করতে দেখেন একটি ডোরাকাটা দাগ কাটা বাঘকে।
advertisement
advertisement
গ্রামবাসীদের অভিযোগ সকাল থেকে গ্রামের বাঘের আতঙ্ক থাকলেও বন দফতরের পক্ষ থেকে কোনরকম সতর্কতামূলক প্রচার করা হয়নি। বিকেলে বাঘ দেখতে পাওয়ার পরেই সন্ধ্যে থেকে লাঠিসোটা হাতে গ্রাম পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানান গ্রামের যুবকরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে লাঠি নিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন। কারণ গ্রামে বাড়িগুলিতে স্থায়ী কোনও গোয়াল ঘর নেই।
advertisement
বাড়ির বাইরেই গৃহপালিত গরু ছাগল বাঁধা থাকে, সেগুলো যাতে ক্ষতি না হয় সেই জন্যই লাঠি হাতে গ্রাম পাহারা দিচ্ছেন বলে গ্রামবাসীরা জানান। তবে বন দফতরের অবশ্য বিষয়টি নিশ্চিত করেনি৷  চলছে চিরুনি তল্লাশি, বসানো হয়েছে ক্যামেরা।
Neelanjan Banerjee
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
What's that: ‘ডোরাকাটা দাগ, বাছুরের থেকে বড়’ বাঁকুড়ার বৃদ্ধের চোখে ও কী ধরা পড়ল, এলাকায় আতঙ্কের শিহরণ
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement