ঝোড়ো হাওয়া আর বৃষ্টির দাপট থাকবে গোটা সপ্তাহজুড়েই! পুজোতেও ভিলেন হতে পারে সেই বৃষ্টি? বড় আপডেট দিল আবহাওয়া অফিস

Last Updated:
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত এই রকমই আবহাওয়া থাকবে। কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায় সোমবার ও মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
1/6
আজ রবিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা।
সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। কোথাও টিপটিপ বৃষ্টি তো কোথাও আবার ঝমঝম করে বৃষ্টি। শুধু দক্ষিণবঙ্গ নয়, একইসঙ্গে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। পুজোর মুখে আবহাওয়ার এই বদলকে নিয়ে বিরক্ত বাঙালিরা। কেমন থাকবে পুজোর পাঁচটা দিন, তা নিয়ে কৌতুহলের শেষ নেই।
advertisement
2/6
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া জেলাতে। বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি। শনি রবিবারে বৃষ্টি কমবে, দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত এই রকমই আবহাওয়া থাকবে। কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায় সোমবার ও মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
advertisement
3/6
IMD Bengal Weather Update withdrawal phase of monsoon winds has begun in the country weather update imd thunderstorm lightning alert
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও বৃষ্টি হবে।
advertisement
4/6
পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, আপাতত তা বেশ খানিকটা উত্তর দিকে সরেছে এবং সিকিমের উপর অবস্থান করছে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। ওই দিনগুলিতেও হলুদ সতর্কতা জারি করেছে দফতর। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। কলকাতাতেও সপ্তাহজুড়ে একই আবহাওয়া থাকবে।
advertisement
5/6
বিশাল পরিমাণে আর্দ্রতা লক্ষ্য করা যাবে ৷ কয়েকটি সিস্টেমের প্রভাবে সপ্তাহে সংলগ্ন জেলাগুলিতে মাঝারি ভাবে বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
আলিপুরের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার পুরুলিয়াতে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
advertisement
6/6
 অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, যেখানে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, যেখানে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
advertisement
advertisement
advertisement