Suvendu Adhikari: বঙ্গের দুর্গাপুজোয় আমন্ত্রণ! অমিত শাহের সঙ্গে ৪৫ মিনিট...দিল্লিতে বৈঠক সারলেন শুভেন্দু

Last Updated:

তবে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নাকি, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনৈতিক মহলে৷ সূত্রের খবর, বাংলার বর্তমান পরিস্থিতি, রাজ্যের আইনশৃঙ্খলা, বিজেপির সাংগঠনিক অবস্থা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষের মধ্যে৷

News18
News18
নয়াদিল্লি: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গাপুজো৷ আর সেই দুর্গাপুজোর আগে সশরীরে দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে বঙ্গে আসার আমন্ত্রণ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
advertisement
এদিন সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি ছবি শেয়ার করে শুভেন্দু লেখেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মনীয় শ্রী অমিত শাহ জির সাথে আজ ওনার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলাম। বিভিন্ন বিষয় নিয়ে আজ ওনার সাথে আলোচনা হয়েছে।’’
advertisement
advertisement
শুভেন্দু জানান, নিজের চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও অমিত শাহ তাঁকে ৪৫ মিনিট সময় দিয়েছেনশুভেন্দু লেখেন, ‘‘ ব্যস্ততা সত্বেও প্রায় ৪৫ মিনিট মতো উনি আমাকে সময় দিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ।’’ এরপরেই শুভেন্দু লিখে জানিয়েছেন, ‘‘ সম্মানীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে আমি আসন্ন দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’’
advertisement
তবে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নাকি, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনৈতিক মহলে৷ সূত্রের খবর, বাংলার বর্তমান পরিস্থিতি, রাজ্যের আইনশৃঙ্খলা, বিজেপির সাংগঠনিক অবস্থা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষের মধ্যে৷
advertisement
শাহ-শুভেন্দু আলোচনায় উঠে এসেছে রাজ্যের বিরোধী দলের সদস্যদের নিরাপত্তার বিষয়টিও৷ রাজনীতির কারবারিরা মনে করছেন, প্রকৃতপক্ষে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কী ভাবে রাজ্যে তার সংগঠন চাঙ্গা করা যায়, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকতে পারে এদিনের বৈঠকে৷
advertisement
তবে, দুর্গাপজোকে সামনে রেখে অমিত শাহকে নিয়ে বঙ্গ বিজেপি কোনও জনসংযোগ পরিকল্পনা করছে কি না, এখন সেটাই দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: বঙ্গের দুর্গাপুজোয় আমন্ত্রণ! অমিত শাহের সঙ্গে ৪৫ মিনিট...দিল্লিতে বৈঠক সারলেন শুভেন্দু
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement