West Midnapore News: করমণ্ডলের ভয়াবহ স্মৃতি নিয়ে গান বাঁধলেন শিল্পী
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
আন্দোলনে যোগ দিতে এসে সদ্য ঘটে যাওয়া করমণ্ডল ট্রেন দুর্ঘটনা নিয়ে গান বাঁধলেন আন্দোলনকারী এক লোকশিল্পী
বেলদা: অ-আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে এসটি তালিকাভুক্ত করার প্রতিবাদে পথে নেমে আন্দোলন করছেন আদিবাসী সমাজের মানুষজন। বিভিন্ন জাতীয় সড়ক, রাজ্য সড়ক অবরুদ্ধ করে চলছে বনধ কর্মসূচি।আন্দোলনে যোগ দিতে এসে সদ্য ঘটে যাওয়া করমণ্ডল ট্রেন দুর্ঘটনা নিয়ে গান বাঁধলেন আন্দোলনকারী এক লোকশিল্পী।
পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লকের চাটলা এলাকার বাসিন্দা নিমাই মুর্মু। সামাজিক নানা পরিস্থিতি নিয়ে বাংলা এবং সাঁওতালি ভাষায় তিনি গান লেখেন। নিজেই সুর দিয়ে পরিবেশন করেন সেই গান। দিন কয়েক আগে করমণ্ডল দুর্ঘটনার স্মৃতি নিয়েও তিনি গান বেধেছেন। সাঁওতালি এবং বাংলা, দুই ভাষাতেই গান পরিবেশন করেন তিনি।
Ranjan Chanda
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 08, 2023 7:00 PM IST









