West Medinipur News: চাষবাস ছেড়ে যোগ সেনাতে, পাকিস্তানের বিরুদ্ধে লড়েছেন বুক চিতিয়ে! আরও এক বাঙালির অজানা বীরগাথা

Last Updated:

West Medinipur News: ১৯৪৭ সালের এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে এসে বাবার সঙ্গে চাষবাসে সহযোগিতা করতেন। তবে কাগজে বিজ্ঞাপন দেখে নৌবাহিনীতে যোগ দেন।

+
সুনীল

সুনীল কুমার গিরি

পশ্চিম মেদিনীপুর: ১৯৭১ এর ১৬ ডিসেম্বর। যুদ্ধ জয় করে মানসিক এবং শারীরিক ক্লান্তি নিয়ে বিজয় উৎসব পালন করেছিলেন। চোখের সামনে দেখেছেন পাকিস্তানি আক্রমণে মিসাইল বোট ধ্বংস হয়ে যেতে। ১৯৭১ সালের পয়লা ডিসেম্বর থেকে সেই যুদ্ধ শুরু। বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ নিয়ে পাকিস্তানের দিকে অগ্রসর হওয়া। পাকিস্তানি সৈন্যর সঙ্গে মোকাবিলা। তিনি ছিলেন আইএনএস কুঠার নামে মিসাইল বোটে। পরপর পাকিস্তানি পিএনএস খাইবার,আকবর, গাজী ধ্বংস করে দেন তারা। তবে পাকিস্তানের আক্রমণে আইএনএস কুকরি ডুবে যায়। ৪ ডিসেম্বর রাতে করাচি বন্দর আক্রমণ, একের পর এক রণকৌশল। পাকিস্তান পিছু হটতে লাগল।
১৬ ডিসেম্বর পর্যন্ত চলল যুদ্ধ, অবশেষে এল জয়। সেই দিনের কথা মনে পড়লে এখনও শিহরণ জাগে তাঁর। দশ বছরের চুক্তিতে সেনাতে যোগ দিয়েছিলেন। ১৯৮০ তে অবসর। এখনও সেই দিনের স্মৃতি টাটকা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অর্জুনী গ্রামের সুনীল কুমার গিরির। তিনি যোগ দিয়েছিলেন ভারতীয় নৌ-বাহিনীতে। অংশ নেন একাত্তরের যুদ্ধে। ১৯৪৭ সালের এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে এসে বাবার সঙ্গে চাষবাসে সহযোগিতা করতেন।
advertisement
তবে কাগজে বিজ্ঞাপন দেখে নৌবাহিনীতে যোগ দেন। তখন তার ২২ বছর বয়স। জুনিয়র কমিশন অফিসার তথা পেটি অফিসারের পোস্টে যোগদান করেন তিনি। এরপর ১৯৭১এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাত্তরের যুদ্ধে অংশ নেন অর্জুনের সুনীল কুমার গিরি। আইএনএস কুঠারে ওয়েস্টার্ন নেভাল কমান্ড হিসেবে তিনি যুদ্ধে লড়েছেন। চোখের সামনে দেখেছেন মিসাইল পাল্টা মিসাইল ছোড়াছুড়ি। আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে পাকিস্তানের সঙ্গে।
advertisement
advertisement
তবে যুদ্ধ জয়ের পর ১৯৭৩ সালে বিশাখাপত্তনামে পোস্টিং হয়। পদোন্নতি পেয়ে চিফ পেটি অফিসার পদে তিনি যোগদান করেন। তবে তার এই যুদ্ধজয়ের কাহিনি স্মরণ করে এবং তার এই বীরত্বকে সম্মান জানিয়েছে তার গ্রামের সকলে। নৌ সেনা সুনীল কুমার গিরিকে সংবর্ধনা দিয়েছে তার গ্রামের গ্রামবাসীরা। দেশের প্রতি অবদানকে সম্মান জানিয়েছে সকলে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: চাষবাস ছেড়ে যোগ সেনাতে, পাকিস্তানের বিরুদ্ধে লড়েছেন বুক চিতিয়ে! আরও এক বাঙালির অজানা বীরগাথা
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement