West Medinipur News: বাসস্ট্যান্ড থেকে রেল স্টেশন মাত্র ২ মিনিট রাস্তা! তাতেও পৌঁছতে নাজেহাল সাধারণ মানুষ, বেনজির দুর্ভোগ চন্দ্রকোনায়

Last Updated:

West Medinipur News: চন্দ্রকোনা রোড সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে রেলস্টেশন দূরত্ব মাত্র দু’মিনিটের হাঁটা পথ। কিন্তু সেই ছোট্ট পথটাই আজ মানুষের বড় ভোগান্তির কারণ। 

+
চন্দ্রকোনা

চন্দ্রকোনা রেল স্টেশনের খারাপ রাস্তা

চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: চন্দ্রকোনা রোড সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে রেলস্টেশন দূরত্ব মাত্র দু’মিনিটের হাঁটা পথ। কিন্তু সেই ছোট্ট পথটাই আজ মানুষের বড় ভোগান্তির কারণ। বড় বড় গর্ত আর কাদা ধুলোয় ভরা রাস্তা দিয়ে নিত্যযাত্রীদের এখন রীতিমতো যুদ্ধ করে স্টেশনে যেতে হচ্ছে। ধুলো এমনই যে নাকে-মুখে হাত চাপা দিয়ে চলতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। স্টেশন পর্যন্ত পৌঁছতে অনেকেই বাধ্য হয়ে রেললাইনের পাশ ধরে হাঁটছেন যেখানে প্রতিক্ষণই রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। সাধারণ যাত্রাপথ এখন যেন ঝুঁকির সিঁড়ি।
স্থানীয়দের অভিযোগ, মালগাড়ি থেকে রেক সিস্টেমে ব্যবসার উদ্দেশ্যে বড় বড় ট্রাক ও লরি ঢোকে স্টেশন এলাকায়। আর সেই ভারী যানবাহনের চাপেই রাস্তাটা আজ চরমভাবে ক্ষতিগ্রস্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই ট্রাক চলাচল রাস্তাকে আরও দুর্বিষহ করে তুলছে। অনেকে বলছেন, “স্টেশনে যাওয়ার এই রাস্তাই হাজার মানুষের লাইফলাইন। কিন্তু দিনের পর দিন এই অবস্থায় কারও নজর নেই। ছোটো বাচ্চা, পড়ুয়া, অফিস যাত্রী সবার জন্যই বিপদ। রেললাইনের পাশ দিয়ে হাঁটা ছাড়া যেন আর পথই নেই। আর এভাবেই চলছে প্রতিদিনের ঝুঁকি।”
advertisement
advertisement
এলাকার মানুষদের একটাই দাবি ,যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কার হোক। প্রতিদিন হাজার মানুষের ব্যবহার করা এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন মেরামত না হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। স্থানীয় বাসিন্দা শ্যাম মুখার্জী বলেন, “এখন তো তবুও যাতায়াত করা যাচ্ছে, তবে বর্ষা এলে পুকুর হয়ে যায় রাস্তাটি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়রা বলছেন, যদি এখনই সংস্কারের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে যেকোনও দিন বড় দুর্ঘটনা ঘটতেই পারে। বাসিন্দাদের অনুরোধ রেল দফতর, পঞ্চায়েত এবং প্রশাসন একসঙ্গে রাস্তাটি পরিদর্শন করে অবিলম্বে সংস্কারের পদক্ষেপ নিক। কারণ চন্দ্রকোনা রোড স্টেশন শুধু একটি যাতায়াত কেন্দ্র নয়, এটি বহু গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: বাসস্ট্যান্ড থেকে রেল স্টেশন মাত্র ২ মিনিট রাস্তা! তাতেও পৌঁছতে নাজেহাল সাধারণ মানুষ, বেনজির দুর্ভোগ চন্দ্রকোনায়
Next Article
advertisement
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও সেই ধারা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে, পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও তা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হবে
  • গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল !

  • ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে

  • পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে

VIEW MORE
advertisement
advertisement