West Medinipur News: পড়ুয়াদের জন্য খরচ করে দিলেন নিজের জমানো টাকা! বিদায়বেলায় স্কুলের শ্রেণিকক্ষ-তোরণ বানিয়ে দিলেন মেদিনীপুরের শিক্ষক
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
West Medinipur News: কর্মজীবনে বিদ্যালয়ের নানা সুখ-দুঃখের ঘটনার সাক্ষী থেকেছেন। তাই বিদায়বেলায় সেই বিদ্যালয়কেই দিয়ে গেলেন বড় 'উপহার'।
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ প্রত্যন্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগেশচন্দ্র জানা। নিয়ম মেনে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর অবসর নিয়েছেন। দীর্ঘ প্রায় ৩২ বছর শিক্ষকতা করেছেন, গড়েছেন বহু ছাত্রছাত্রীদের জীবন। দীর্ঘ ১২ বছর পর বিদ্যালয় থেকে বিদায় নেওয়ার দিনেই তিনি করলেন এক দুর্দান্ত কাজ। যে কারণে বছরের পর বছর স্মরণীয় হয়ে থাকবেন তিনি।
প্রত্যন্ত গ্রামের এই স্কুল পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করার জন্য মঞ্জুর হলেও শ্রেণিকক্ষের অভাবে তা করা হয়ে ওঠেনি। এবার অবসরের সময় নিজের জমানো টাকা দিয়ে পঞ্চম শ্রেণির শ্রেণিকক্ষ বানিয়ে দিলেন এই শিক্ষক। তাঁর এই ভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
আরও পড়ুনঃ নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছেন অনেকের প্রাণ! ৬৯ বছরের জীবনে ১২৬ বার রক্তদান করেছেন মেদিনীপুরের বৃদ্ধ, আজও নীরবে করে যাচ্ছেন এই কাজ
প্রায় ১২ বছর ধরে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের সোহাগপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন যোগেশচন্দ্র জানা। কর্মজীবনে বিদ্যালয়ের নানা সুখ-দুঃখের ঘটনার সাক্ষী থেকেছেন। গ্রামের মধ্যে অ্যাসবেস্টাস দেওয়া কয়েক কামরার ঘর, এতেই পড়াশোনা করে গ্রামের ছেলেমেয়েরা। তবে স্কুলের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ নয়, বরং নিজের তত্ত্বাবধানে গড়ে তুলেছেন শ্রেণিকক্ষ, তৈরি করেছেন কংক্রিটের তোরণও।
advertisement
advertisement
প্রসঙ্গত যোগেশচন্দ্র জানা একদিকে যেমন প্রধান শিক্ষক তেমনই অপরদিকে তিনি লেখকও। সাহিত্য সংস্কৃতির সঙ্গে ডুবে থাকেন সারাটা দিন। তবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা ভেবে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে এই শ্রেণিকক্ষ তৈরি করার সিদ্ধান্ত। শুধু তাই নয়, ভেঙে পড়া তোরণ নতুন করে গড়ে দিয়েছেন তিনি। দীর্ঘ এত বছরের কষ্টার্জিত পুঁজির অর্থ দিয়ে এই শ্রেণিকক্ষ ও তোরণ বানিয়ে দিয়েছেন তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বুধবার ছিল যোগেশচন্দ্রবাবুর কর্মজীবনের শেষ দিন। এদিন বিদ্যালয়ে এসে তিনি ক্লাসরুম এবং তোরণের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন একাধিক উচ্চপদস্থ আধিকারিক শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। স্বাভাবিকভাবে শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 01, 2026 1:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: পড়ুয়াদের জন্য খরচ করে দিলেন নিজের জমানো টাকা! বিদায়বেলায় স্কুলের শ্রেণিকক্ষ-তোরণ বানিয়ে দিলেন মেদিনীপুরের শিক্ষক








