খালের জলে ওটা কী? সাতসকালে হাড়হিম করা ঘটনা! চাঞ্চল্য দাসপুরে
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
স্থানীয় বাসিন্দারা প্রথমে খালের জলে দেহটি ভাসতে দেখেন
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ খালের জলে ভেসে এল মৃতদেহ। মৃত ব্যক্তি বীরভূমের শ্রমিক লাল্টু শেখ। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার রবিদাসপুরে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। দূর্বা চটি খালের জলে মৃতদেহটি ভেসে ওঠে। ঘটনাটি নজরে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা প্রথমে খালের জলে দেহটি ভাসতে দেখেন। পরবর্তীতে সেটি রবিদাসপুরের কালিতলা সংলগ্ন একটি গাছে আটকে পড়ে।
আরও পড়ুনঃ শিব পুজো করতে যাচ্ছিলেন, হঠাৎ নদীতে ঝাঁপ! পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল প্রৌঢ়ের
রবিদাসপুরের এই খালটি ওল্ড কাঁসাই নদীর একটি শাখা, যেখানে মাঝেমধ্যে নদীর জলের স্রোতে নানা জিনিস ভেসে আসে। কিন্তু এদিন সকালে মৃতদেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দাসপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। খালের জলে নেমে দেহটি উদ্ধার করেন তাঁরা।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম লাল্টু শেখ। তাঁর বাড়ি বীরভূম জেলার কলন্দীগ্রামে। লাল্টু পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন এবং দাসপুর এলাকাতেই নির্মাণকাজে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল দুপুরে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। সহকর্মীরা তাঁকে খুঁজে পাচ্ছিলেন না। এদিন সকালে খালের জলে তাঁর দেহ ভেসে ওঠে। সম্ভবত ডুবে যাওয়ার পর জলের স্রোতে তাঁর দেহ অনেকটা ভেসে এসে শেষে কালিতলার কাছে আটকে পড়ে।
advertisement
আরও পড়ুনঃ আমতা লোকাল দেরিতে আসায় হয়রানি! বাঁকড়া নয়াবাজ স্টেশনে রেল অবরোধ যাত্রীদের
দাসপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি জলে ডুবে মৃত্যু বলেই মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। কোনও অসঙ্গতি থাকলে তদন্তের পরিধি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে রবিদাসপুর এলাকায়। স্থানীয়রা জানান, লাল্টু খুবই শান্ত স্বভাবের ও পরিশ্রমী ব্যক্তি ছিলেন। নির্মাণকাজে নিয়মিত আসতেন এই এলাকায়। তাঁর এমন মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন সহকর্মী ও এলাকাবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 9:50 AM IST