পুজোর উপহারে জামাকাপড় নয়, এবার আস্ত বাড়ি! পেলেন 'এই' জেলার ১৩৩৮ পরিবার, জানুন কারা

Last Updated:

House For All: পুজোর মুখে বড় ধামাকা। একসঙ্গে ১৩৩৮ টি পরিবারের মুখে হাসি ফুটল। হাসি ফোটালো সরকার, কেননা পুজোর মুখে এই সকল মানুষের হাতে তুলে দেওয়া হল তার স্বপ্নের বাড়ির চাবি।

হাউজ ফর অল স্কিমের বাড়ি বিতরণ
হাউজ ফর অল স্কিমের বাড়ি বিতরণ
মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, শোভন দাস: পুজোর মুখে বড় ধামাকা। একসঙ্গে ১৩৩৮ টি পরিবারের মুখে হাসি ফুটল। হাসি ফোটালো সরকার, কেননা পুজোর মুখে এই সকল মানুষের হাতে তুলে দেওয়া হল তার স্বপ্নের বাড়ির চাবি। ভাবছেন একসঙ্গে কোথায় এত মানুষকে বাড়ি দিল সরকার!
পুজোর মুখে মেদিনীপুর শহরের ১৩৩৮ জন মানুষের মুখে হাসি ফোটালো মেদিনীপুর পৌরসভা। হাউস ফর অল প্রকল্পে বাড়ি তৈরি করে মানুষের হাতে তাদের বাড়ির চাবি তুলে দেওয়া হল আজ, বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। দীর্ঘদিন বাদে মিটল সমস্যা।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের মেদিনিপুর শহরের বিভিন্ন জায়গাতে অর্ধ সমাপ্ত অবস্থায় আটকে ছিল হাউস ফর অল প্রকল্পের বাড়ি তৈরির কাজ। সেই খবর তুলে ধরেছিলাম আমরাই। সেই খবর দেখে নড়ে চড়ে বসেছিল পৌরসভা। তারপরই বাড়ি তৈরির কাজে হাত লাগায় পৌরসভা। অবশেষে পুজোর আগেই সেই কাজ শেষ করে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হল সেই বাড়ির চাবি। বুধবার পৌরসভায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩৩৮ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হল বাড়ির চাবি।
advertisement
এখানেও কেন্দ্রকে খোঁচা দিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। তুলে ধরলেন সরকারি আবাস যোজনায় বঞ্চনার কথা। তিনি জানান, “আবাস যোজনা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। তবে তার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচেষ্টায় হাউস ফর অল প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছেন। তার এই প্রচেষ্টাতেই আজ মেদিনীপুরের এত সংখ্যক মানুষের হাতে তার স্বপ্নের বাড়ির চাবি তুলে দেওয়া হল।” রাজনৈতিক তরজা যায় থাকুক না কেন পুজোর মুখে নিজেদের বাড়িতে প্রবেশ করতে পেরে খুশি উপভোক্তারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর উপহারে জামাকাপড় নয়, এবার আস্ত বাড়ি! পেলেন 'এই' জেলার ১৩৩৮ পরিবার, জানুন কারা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement