Land of Flowers: কংসাবতীর পাশে আদিগন্ত গাঁদা ও সরষে ক্ষেতে ফুলের আগুন! ক্ষীরাই ছেড়ে আসুন নুতন ফুলের দেশে

Last Updated:

Land of Flowers in West Medinipur: পরিবার পরিজনদের নিয়ে ঘুরে আসার প্ল্যান করছেন? ঘুরে দেখুন নদীর পাড়ের এই সুন্দর গাঁদা ফুলের বাগান।

+
গাঁদা

গাঁদা ফুলের বাগান 

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: ফুলের সাম্রাজ্য ক্ষীরাই অনেকেই হয়তো গিয়েছেন। অনেকেও বা যাওয়ার প্ল্যান করছেন। শুধু পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুর জেলাতেও রয়েছে এক ফুলের সাম্রাজ্য। পাশ দিয়ে বয়ে চলেছে নদী। নদীর ঠান্ডা বাতাসে শীতল আমেজ, আর অন্যদিকে চারিদিকে হলুদ এবং গেরুয়া রঙের আভা। আপনার মনের এক প্রশান্তি এনে দেবে। এবার ডেস্টিনেশন ক্ষীরাই বাদ দিয়ে ঘুরে দেখুন এই জায়গা। বিঘার পর বিঘা শুধুমাত্র গাঁদা ফুলের বাগান, মাঝে মাঝে বেশ কয়েক জায়গায় হলুদ সরষের ক্ষেত। স্বাভাবিকভাবে নতুন এক ঘোরার জায়গা এটি। পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে এমন সুন্দর একটি জায়গা, আপনার চোখের সামনে থাকলেও একবারও ঘুরে দেখেন নি। তবে এবার পরিবার-পরিজনকে নিয়ে কিছুটা সময় কাটান এখানে। সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে।
বরাবরই আপনার ঘুরতে যাবার শখ? নিত্য নতুন ডেস্টিনেশন এর খোঁজ করেন? কয়েকবার কি ফুলের উপত্যকা ক্ষীরাই ঘুরে ফেলেছেন? তবে চিন্তা কিসের? কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এমন সুন্দর আরেক ফুলের সাম্রাজ্য। ঘুরে দেখুন একদিনে। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, নদীর পাড় বরাবর সরষের ক্ষেত। হলুদ গেরুয়া ফুলের সাম্রাজ্যে একবার প্রবেশ করলে হারিয়ে যাবেন এক বিভোরে। জানেন কোথায় রয়েছে এমন সুন্দর একটা জায়গা? যা ছবির মতো ধরা দেবে আপনার চোখের সামনে।
advertisement
আরও পড়ুন : দুধ, চালের গুঁড়ো, নলেন গুড়, চিনি…বাড়িতেই বানান পাটিসাপটা, মালপোয়া, সরাপিঠে, পুলিপিঠে! রইল সহজ রেসিপি
ফুলের সাম্রাজ্য ক্ষীরাইতে বেশ ভিড় লেগে থাকে এই সময়। তবে এখানে নেই কোনও কোলাহল, নেই যান্ত্রিকতার আওয়াজ। শান্ত গ্রাম্য পরিবেশ, মাঝে বেশ কয়েক বিঘা জায়গায় শুধু গাঁদা ফুল আর সরষে ক্ষেত। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের বড়কলা এলাকায় একাধিক জায়গায় রয়েছে এই  ক্ষেত ও গাঁদা ফুলের বাগান। প্রতিদিন কমবেশি ভিড় জমছে এখানে। ফুলের বাগানে ঢুকে আপনি ছবি তুলতে পারবেন, অনুভব করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। শুধু তাই নয় এই ফুলের বাগান থেকে মাত্র কয়েক মিটার দূরে কংসাবতী নদী। নদীর শান্ত প্রবাহ আপনাকে এক আলাদা অনুভূতি দেবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই একটা দিন যারা ঘুরে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই ঘুরে দেখুন এই জায়গা। খড়গপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এমন সুন্দর ফুলের সাম্রাজ্য। কীভাবে পৌঁছতে পারবেন সেখানে? খড়গপুর স্টেশন কিংবা বাসস্ট্যান্ডে নেমে অটো বা টোটোতে আসতে হবে আপনাকে বড়কলাতে। সেখানেই রাস্তায় দুই পাশে ফুলের ক্ষেত। সারাদিন এই ক্লান্তি নিমেষে সেই দূর হয়ে যাবে এখানে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Land of Flowers: কংসাবতীর পাশে আদিগন্ত গাঁদা ও সরষে ক্ষেতে ফুলের আগুন! ক্ষীরাই ছেড়ে আসুন নুতন ফুলের দেশে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement