নৌকা থাকতেও না, কলার ভেলায় মৃতদেহ! পিছনে আজব নিয়ম, জানলে ধিক্কার জানাবেন আপনিও

Last Updated:

বন্যার জলে কলার ভেলায় করে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ, এমনি ছবি ঘিরে বানভাসি ঘাটালে পড়ে যায় শোরগোল, শুরু হয় রাজনৈতিক তরজা। কারণ কী?

জলমগ্ন এলাকায় কলার ভেলা
জলমগ্ন এলাকায় কলার ভেলা
সুকান্ত চক্রবর্তী, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: লাগাতার বর্ষণ আর এই বর্ষণের কারণে দিকে দিকে এখন শুধুই বন্যার ছবি। দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় কোথাও নদীর জল বইছে রাস্তার উপর দিয়ে, আবার কোথাও নদীর জল প্লাবিত করেছে গ্রামের বিভিন্ন এলাকা। আর এসবের মধ্যেই সবচেয়ে খারাপ অবস্থা যদি ধরা হয় তাহলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। যেখানে বিভিন্ন সময় বন্যার কারণে বিভিন্ন ধরনের চিত্র সামনে আসছে। এসবের মধ্যেই যে চিত্র ধরা পরল তা হল, কলার ভেলায় মৃতদেহ নিয়ে যাওয়া। সাধারণত কুসংস্কারবশত অনেকেই সাপের কামড়ে মৃতদের কলার ভেলায় ভাসিয়ে দেন। কিন্তু এখানে তেমনটা নয়। এখানে এমন ঘটনার পিছনে যা উঠে এসেছে তা শুধু আজব নয়, পাশাপাশি বেদনাদায়কও।
বন্যার জলে কলার ভেলায় করে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ, এমনি ছবি ঘিরে বানভাসি ঘাটালে পড়ে যায় শোরগোল, শুরু হয় রাজনৈতিক তরজা। কারণ কী? খোঁজখবর নিতেই বেরিয়ে এল আজব তথ্য। বন্যা কবলিত ঘাটালে বিভিন্ন জায়গায় দেওয়া আছে সরকারি খেয়া, অনেকের বাড়িতেই রয়েছে নৌকো, তবুও কেন মৃতদেহ যায় কলার ভেলায় বা ডিঙিতে করে।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরে আজব নিয়ম! তাই নৌকায় ওঠে না মৃতদেহ, নৌকায় মৃত দেহ উঠলে সেই নৌকায় পুজো করতে হয়, তার পরেও রয়েছে অনেক সমস্যা। তাই হাজার হাজার টাকা দিলেও নৌকায় উঠবে না মৃত দেহ জানালেন নৌকার মালিকরা।
advertisement
তবে ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। প্রশাসনের কাছেও ছিল এমন আজব তথ্যের কথা। ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, কারও কোন সমস্যা হলে প্রশাসনকে জানালে প্রশাসন সব ব্যবস্থা করবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নৌকা থাকতেও না, কলার ভেলায় মৃতদেহ! পিছনে আজব নিয়ম, জানলে ধিক্কার জানাবেন আপনিও
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement