ব্যাক টু ব্যাক দুর্ঘটনা, চিন্তা বাড়াচ্ছে রাজ্যের 'এই' জাতীয় সড়ক! যমরাজের দেখা না পেতে সাবধানে চলার পরামর্শ

Last Updated:

টানা বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন সড়কের এখন বেহাল অবস্থা। বেশ কিছু জায়গায় রাজ্য সড়ক থেকে শুরু করে জাতীয় সড়কের এমন হাল হয়ে দাঁড়িয়েছে যেন সাক্ষাৎ যমরাজ দাঁড়িয়ে রয়েছেন।

যশোর রোডে পথ দুর্ঘটনা
যশোর রোডে পথ দুর্ঘটনা
বারাসাত, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: টানা বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন সড়কের এখন বেহাল অবস্থা। বেশ কিছু জায়গায় রাজ্য সড়ক থেকে শুরু করে জাতীয় সড়কের এমন হাল হয়ে দাঁড়িয়েছে যেন সাক্ষাৎ যমরাজ দাঁড়িয়ে রয়েছেন। ঠিক সেই রকমই বেহাল রাস্তার ছবি ধরা পড়ল উত্তর ২৪ পরগনায়। শুধু বেহাল চিত্র ধরা পড়েছে এমন নয়, পাশাপাশি যে রাস্তার কথা বলা হচ্ছে ওই রাস্তায় একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে এবং সেই সকল দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হচ্ছে।
জেলা সদর শহরের শেঠ পুকুর থেকে চাঁপাডালি পর্যন্ত এই জাতীয় সড়কের কয়েক কিলোমিটারের অবস্থা এতটাই বেহাল যে, প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। বারাসাত শেঠ পুকুর এলাকায় চার চারটি বাইক দুর্ঘটনা সিসিটিভি বন্দি। এদিনও অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন স্কুলের ছাত্রছাত্রীরা।
advertisement
advertisement
খানাখন্দে ভরা উত্তর ২৪ পরগনার যশোর রোডে উল্টে যায় স্কুল ছাত্রী নিয়ে যাওয়া টোটো। রাস্তার কাদা জলে পড়ে রীতিমত স্নান করতে হয় বারাসাত গার্লস স্কুলের কয়েকজন ছাত্রীদের। স্থানীয় সূত্রে জানা যায়, বারাসাত গার্লস স্কুলের ওই ছাত্রীদের নিয়ে টোটোটি বাড়ি ফিরছিল। সেই সময় শেঠ পুকুর এলাকায় রাস্তার একটি জলে ঢাকা গভীর গর্তে টোটোটির সামনের চাকা ঢুকে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। পিছনে তখন গাড়ি থাকায়, যাত্রীরা আতঙ্কে চিৎকার করেন। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচেন তারা।
advertisement
এছাড়াও রাস্তার বেহাল দশা আর কারণে যশোর রোডে একই জায়গায় চার চারটি মোটর বাইক দুর্ঘটনারও সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ঘটে চলা দুর্ঘটনা থেকে শুরু করে ভাইরাল এই টোটো দুর্ঘটনার জন রোষের মুখে পড়ে কতটা নড়েচড়ে বসে প্রশাসন। আদৌ কী মেরামতি হবে নাকি একইভাবে পড়ে থাকবে যশোর রোড তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ব্যাক টু ব্যাক দুর্ঘটনা, চিন্তা বাড়াচ্ছে রাজ্যের 'এই' জাতীয় সড়ক! যমরাজের দেখা না পেতে সাবধানে চলার পরামর্শ
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement