স্টেশনে ট্রেন দাঁড়াতেই ধেয়ে এল ইট...! মাথা ফাটল আলির, কোনও রেষারেষি? ফাঁস কালো সত্য
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
ট্রেন লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন। জানেন কোথায় ঘটল এমন ঘটনা?
মল্লিকপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: ফের মল্লিকপুর স্টেশন থেকে ট্রেন লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন। তার মধ্যে একজনের মাথা ফেটেছে। তিনি পেয়ারা বিক্রেতা, নাম হোসেন আলি লস্কর।
জানা গিয়েছে, কলকাতায় পেয়ারা বিক্রি করে শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটের নামখানা লোকালে চেপে বাড়ি ফিরছিলেন হোসেন। তাঁর বাড়ি ধপধপি ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। ভেন্ডার কম্পার্টমেন্টে উঠে গেটের সামনে বসেছিলেন তিনি। মল্লিকপুর স্টেশনে ট্রেন থামতেই একদল যুবক অতর্কিতভাবে পাথর ছুঁড়তে থাকে বলে অভিযোগ।
advertisement
advertisement
ওই কামরায় গেটের কাছে যাঁরা ছিলেন তাঁদের অনেকেরই গায়ে তা লাগে। কারও হাতে চোট লেগেছে কারও পায়ে। কিন্তু গেটের মুখে থাকায় হোসেনের মাথায় ইট লেগে ফেটে যায়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশনে নেমে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে ওই বিক্রেতার। বাকি যাঁরা সামান্য চোট পেয়েছিলেন, তাঁদের বারুইপুর জিআরপি থেকে সোনারপুর নিয়ে যাওয়া হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই কামরায় থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, হোসেন ট্রেনে উঠার পর কোনও এক ব্যক্তির সঙ্গে গেটের কাছে বসা নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তিনি মল্লিকপুর নামতেই শুরু হয় ইট বর্ষণ। ওই যাত্রীর ইন্ধনেই এই গোটা আক্রমণ হয়েছে বলেই মনে হয়। এদিনের এই ঘটনার পর রীতিমত আতঙ্ক তৈরি হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 05, 2025 3:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্টেশনে ট্রেন দাঁড়াতেই ধেয়ে এল ইট...! মাথা ফাটল আলির, কোনও রেষারেষি? ফাঁস কালো সত্য









