হাত দিয়ে হাঁটা, পা দিয়ে চশমা পরা, কী অদ্ভুত পারদর্শিতা! না দেখলে বিশ্বাস হবে না

Last Updated:

সামান্য বয়সে এমন প্রতিভার প্রশংসা করেছেন গ্রামবাসী থেকে প্রত্যেকে। তবে তার এই প্রতিভা দেখলে মনে হবে তার শরীরে একটাও হাড় নেই। যে কোনও ভাবেই ঘুরিয়ে ফেলতে তার শরীর।

+
যোগাসনে

যোগাসনে অসাধারণ দক্ষতা

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বয়স সবে সাড়ে দশ। তবে তার পারদর্শিতা দেখলে মনে হবে তার শরীরে একটাও হাড় নেই। যেভাবে খুশি বাঁকিয়ে ফেলতে পারে নিজের শরীর। হাঁটতে পারে হাত দিয়ে। হাতে ভর করে পা দিয়ে পরতে পারে চশমা। শুধু তাই নয়, গ্লাসের মধ্যে রাখা জ্বলন্ত মোমবাতিতে হাতে ভর দিয়ে দু’পায়ের মাধ্যমে তুলতে পারে সে। মাত্র দু’বছরে যোগব্যায়াম শিক্ষা এবং অসাধারণ এই দক্ষতা অর্জন করেছে সে। তার এই অসাধারণ দক্ষতা এনে দিয়েছে সম্মান। জেলা ছাড়িয়ে রাজ্য স্তরে একাধিক প্রতিযোগিতায় সফল হয়েছে পঞ্চম শ্রেণীর এই ছাত্র। প্রত্যন্ত গ্রামে জন্ম, নিম্ন মধ্যবিত্ত পরিবারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। তবুও তার এই কৃতিত্বে গর্বিত বাবা-মা থেকে গ্রামবাসীরা। বাবা-মায়ের সহযোগিতা এবং নিজের কঠোর পরিশ্রম তাকে এনে দিয়েছে সম্মান।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বাহারদল টিটিয়া গ্রামের মাত্র ১০ বছরের এই কৃতি ছেলে বিবেক মান্না। বাবা যুগল মান্না সামান্য সেলুন দোকান চালিয়ে পরিবারের খরচা বহন করে। স্কুলের প্রতিযোগিতা থেকেই তাঁর এই প্রতিভার আত্মপ্রকাশ। সম্প্রতি দু’বছর ধরে যোগব্যায়ামে প্রশিক্ষণ নিচ্ছে সে। মাত্র দু’বছরের এই প্রশিক্ষণে মিলেছে একাধিক পুরস্কার। জেলা ছাড়িয়ে রাজ্য স্তরে নিজের প্রতিভার ছাপ রেখেছে সে।
advertisement
advertisement
পা উপর দিকে করে দু’হাত দিয়ে অনায়াসে হেঁটে যেতে পারে সে। শুধু তাই নয় হাতের উপর ভর করে দু’পা দিয়ে চশমা পরতে পারে, এছাড়াও মায়ের কাঁধে ভর দিয়ে দু’পা উপর দিকে তুলে যোগা প্রদর্শন করতে পারে বিবেক। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে থেকে সামান্য নিম্নবিত্ত পরিবারে বেশ কষ্টের মধ্য দিয়েই তাকে প্র্যাকটিস করতে হয়। প্রতিদিন সকালে বেশ কয়েক ঘন্টা অনুশীলন করে সে। সম্প্রতি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছে ছোট্ট বিবেক। তার এই সাফল্যে গর্বিত বাবা-মা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সামান্য বয়সে এমন প্রতিভার প্রশংসা করেছেন গ্রামবাসী থেকে প্রত্যেকে। তবে তার এই প্রতিভা দেখলে মনে হবে তার শরীরে একটাও হাড় নেই। যে কোনও ভাবেই ঘুরিয়ে ফেলতে তার শরীর। অত্যন্ত গ্রামের ছোট্ট এই ছেলের প্রতিভা অবাক করেছে সকলকে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাত দিয়ে হাঁটা, পা দিয়ে চশমা পরা, কী অদ্ভুত পারদর্শিতা! না দেখলে বিশ্বাস হবে না
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement