Durga Puja 2025: কলকাতা-কল্যাণী নয়! 'সাতচক্র' থিমে নজর কাড়ছে মেদিনীপুরের পুজো, চোখধাঁধানো এই প্যান্ডেল কোথায় তৈরি হয়েছে?

Last Updated:

Durga Puja 2025: দুর্গাপুজোর থিমে 'সাতচক্র'। মেদিনীপুরের এই পুজোর থিমে মূলত মানবদেহের সাত চক্রকে ফুটিয়ে তোলা হচ্ছে। মণিপুরা, অনাহত, মূলাধার, বিশুদ্ধ, শুদ্ধ সহ মোট সাতটি চক্রে ভাগ করে এই মণ্ডপ সেজে উঠছে।

+
ধরমপুর

ধরমপুর সবুজ সংঘ দুর্গাপুজো থিম

চন্দকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ ‘শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে’! মণ্ডপ ও আলোকসজ্জা সম্পূর্ণ। দেবী দুর্গতিনাশিনীর সৌন্দর্য্য আলোকিত করছে মণ্ডপপ্রাঙ্গণ। রজত জয়ন্তী তথা ২৫ তম বর্ষে সবুজ সংঘে শোভা পাচ্ছে অনন‍্য থিম। আলোকসজ্জা থেকে শুরু করে সূক্ষ্ম হাতের কাজে সেজে উঠেছে সমগ্র মণ্ডপ।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকায় ধরমপুর সবুজ সংঘের পরিচালনায় অন্যান্য বছরের মতো এই বছরও দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। এই বছর তাঁদের পুজো ২৫ তম বর্ষে পদার্পণ করেছে। থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘সাতচক্র’। এই থিমে মূলত মানবদেহের সাত চক্রকে ফুটিয়ে তোলা হচ্ছে। মণিপুরা, অনাহত, মূলাধার, বিশুদ্ধ, শুদ্ধ সহ মোট সাতটি চক্রে ভাগ করে এই মণ্ডপ সেজে উঠছে।
advertisement
আরও পড়ুনঃ ফ্রি-তে মক টেস্ট, মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের প্রস্তুতি! দুঃস্থ-মেধাবী পড়ুয়াদের জন্য দুর্দান্ত আয়োজন, কীভাবে এই পরিষেবা মিলবে জানুন
মণিপুরা মানে মেরুদণ্ডের একদম নিচে অবস্থিত এই চক্র আমাদের ভিত্তি এবং স্থিতিশীলতার প্রতীক। স্বাধিষ্ঠান চক্র, সাক্রাল বা ত্রিক চক্র নামেও পরিচিত। এটি আবেগ, সৃজনশীলতা ও যৌনতার সঙ্গে সম্পর্কিত। নাভির কাছে অবস্থিত মণিপুরা চক্র আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত ক্ষমতার কেন্দ্র। হৃদয়ের কাছে অবস্থিত অনাহত চক্র ভালবাসা, সহানুভূতি এবং মানসিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত। বিশুদ্ধ চক্র হল গলার কাছে অবস্থিত। এটি যোগাযোগ ও আত্ম-প্রকাশের কেন্দ্র।
advertisement
advertisement
আজ্ঞা চক্র ভ্রুর মাঝে স্থিত। এই চক্রটিকে তৃতীয় চোখও বলা হয়, যা প্রজ্ঞা এবং অন্তর্দৃষ্টির সঙ্গে যুক্ত। সবশেষে সহস্রার চক্র মাথার মুকুটে অবস্থিত। এই চক্র উচ্চতর চেতনা, আধ্যাত্মিক সংযোগ এবং আত্ম-উপলব্ধির প্রতীক। এই চক্রগুলির ভারসাম্য বজায় রাখা হলে জীবনে অভ্যন্তরীণ সম্প্রীতি ও সুস্থতা আসে বলে মনে করা হয়।
এই চক্রের কথা জানে না এমন মানুষ নেই বললেই চলে। মণ্ডপে এই থিমের উপরই বিশেষ আকর্ষণ থাকছে। পুজো মণ্ডপ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফিনিশিং টাচ দেওয়ার কাজ চলছে। এর মধ্যে আবহাওয়ার খামখেয়ালিপোনায় পুজো উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পঞ্চমী থেকে ফের বৃষ্টি হতে পারে। তাই সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন‍্যা-বিপর্যয় কাটিয়ে মাতৃ আরাধনায় সুন্দর সব থিম ফুটিয়ে তুলেছে ঘাটালের বিভিন্ন পুজো কমিটি। কিন্তু চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি। এমনিতেই জনঢল উপচে পরার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলে দর্শনার্থীদের ভিড় কেমন হবে সেটা নিয়ে চিন্তায় পড়েছেন অনেকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: কলকাতা-কল্যাণী নয়! 'সাতচক্র' থিমে নজর কাড়ছে মেদিনীপুরের পুজো, চোখধাঁধানো এই প্যান্ডেল কোথায় তৈরি হয়েছে?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement