New National Highway in West Bengal: বসিরহাট থেকে জঙ্গিপুর পৌছে যান আরও কম সময়ে, নতুন জাতীয় সড়ক পাচ্ছে রাজ্য

Last Updated:

সীমান্তের পাশ দিয়ে সড়কের বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির কাজ শুরু(New National Highway in West Bengal)। ২০২৪ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

নতুন জাতীয় সড়ক পেল রাজ্য৷ প্রতীকী ছবি
নতুন জাতীয় সড়ক পেল রাজ্য৷ প্রতীকী ছবি
#কলকাতা: উত্তর ২৪ পরগণা, নদীয়া ও মূর্শিদাবাদ- এই তিন জেলাকে জুড়তে নয়া জাতীয় সড়ক তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার (New National Highway in West Bengal)। একেবারে বাংলাদেশ সীমান্তের পাশ দিয়ে এই জাতীয় সড়ক তৈরি করতে চায় কেন্দ্র।
ভারত সরকারের ভারতমালা প্রকল্পের অধীনে এই রাস্তা বানাতে চায় কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, সীমান্ত এলাকা বরাবর দীর্ঘ ৩১৮ কিমি রাস্তা তৈরি করতে জমি অধিগ্রহণের সে অর্থে সমস্যা হবে না। তবে কার্যত সীমানার গা ঘেঁষে নিয়ে যাওয়া এই সড়ক নির্মাণ ঘিরে একদিকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় অন্যদিকে আগামীদিনে ভারত বাংলাদেশ বৈদেশিক সম্পর্কের বিষয় আরও গভীর হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
advertisement
আরও পড়ুন: ব্যস্ত রাস্তায় তুমুল নাচ যুবতীর! উড়ল শাড়ি! ভাইরাল বঙ্গ তনয়ার ভিডিও
advertisement
সীমান্তের গা ঘেঁষে হতে চলা এই রাস্তার ৩১২ নম্বর জাতীয় সড়ক হিসেবে নামকরণ হবে। এই সড়ক পথের মোট দৈর্ঘ্য হতে চলেছে ৩১৮ কিমি। চার লেনের হবে এই জাতীয় সড়ক। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণের ওয়েবসাইটে এই সড়কের কাজ করতে চেয়ে নোটিফিকেশন ইস্যু করা হয়েছে।এই জাতীয় সড়ক শুরু হবে উত্তর ২৪ পরগণার বসিরহাট থেকে। সেখান থেকে যাবে বনগাঁ। বনগাঁ থেকে চলে যাবে কৃষ্ণনগর। সেখান থেকে চাপড়া। এরপর তেহট্ট হয়ে করিমপুর যাবে জাতীয় সড়ক। এরপর রাস্তা যাবে মূর্শিদাবাদ জেলায়। ডোমকল, বহরমপুর, মূর্শিদাবাদ, আজিমগঞ্জ, ভগবানগোলা, লালগোলা হয়ে রাস্তা চলে যাবে জঙ্গিপুর পর্যন্ত।
advertisement
প্রসঙ্গত, ২০১৭ সালেও এই রাস্তা চালু নিয়ে একাধিক জায়গায় আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। জমি অধিগ্রহণ নিয়ে সমস্যার কারণে এই কাজ করা যায়নি বলে মত জাতীয় সড়ক কর্তৃপক্ষের। তবে এখন এই প্রস্তাবিত জাতীয় সড়ক নিয়ে যাওয়া হবে রাজ্য সড়কের সঙ্গে সংযোগ রেখে।
advertisement
জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, "চার লেনের হতে চলেছে এই রাস্তা। ৯০ ফুট চওড়া হবে এই প্রস্তাবিত রাস্তা। ইতিমধ্যেই এই সড়কের ডিপিআর তৈরির কাজ শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এই কাজ শেষ হবে। সড়ক তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ২০২৪ সালের মধ্যে কাজ শেষ করার। ৪৫০০ কোটি টাকা এই সড়ক তৈরিতে খরচ হবে বলে প্রাথমিক অনুমান।"
advertisement
প্রসঙ্গত, এই রাস্তা তৈরি হয়ে গেলে একদিকে চাপ কমবে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে। অন্যদিকে সীমান্ত সুরক্ষায় আরও গতি আসবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New National Highway in West Bengal: বসিরহাট থেকে জঙ্গিপুর পৌছে যান আরও কম সময়ে, নতুন জাতীয় সড়ক পাচ্ছে রাজ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement