Viral Video: ব্যস্ত রাস্তায় তুমুল নাচ যুবতীর! উড়ল শাড়ি! ভাইরাল বঙ্গ তনয়ার ভিডিও

Last Updated:

Viral Video: শাড়ি উড়ল যুবতীর। ব্যস্ত রাস্তার মাঝে ক্যামেরা দেখেই তুমুল নাচ যুবতীর। ভাইরাল ভিডিও

#কলকাতা: বোঝো কাণ্ড! কত কি যে এই ভাইরালের (Viral Video) চক্করে দেখতে হবে তার ইয়ত্তা নেই। বর্তামানে সোশ্যাল মিডিয়া আসার পর থেকেই অনেক কিছু বদলে গিয়েছে। এই যেমন এখন মানুষ নিজেদের সব মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় দেন। আর তা একবার ভাইরাল হলেই আপনি হয়ে যেতে পারেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর। কিংবা রানাঘাটের রানু মণ্ডল। তাই বলে ব্যস্ত রাস্তার মাঝে নাচ? হ্যাঁ ঠিক পড়েছেন। এমনই এক কাণ্ড ঘটিয়েছেন কলকাতার এক তনয়া। ভিডিওটি আদি কলকাতা-র পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার (Viral Video) করা হয়েছে। সেখানে ওই যুবতীর কাণ্ড দেখে অবাক সকলে।
দেখা যাচ্ছে মাঝ রাস্তায় ক্যামেরা নিয়ে শুয়ে আছেন এক ফটোগ্রাফার। ব্যস্ত রাস্তা(Viral Video)। সারাক্ষণ চলছে গাড়ি। সেই সবের মাঝখানে রাস্তায় বসে ফটোশ্যুট করছেন ওই যুবতী। পরনে সাদা শাড়ি। খোলা চুল। এই পর্যন্ত ঠিক ছিল। এবার তিনি শুরু করলেন নাচ। এদিক ওদিক থেকে গতিতে ছুটে আসছে গাড়ি, বাইক, রিকশা। তার মাঝেই নানা ভঙ্গিমায় নাচতে থাকেন ওই যুবতী।
advertisement
advertisement
advertisement
যা দেখে অনেকেই রেগে আগুন হয়েছেন। নেটিজেনরা বলছেন, 'ভাইরাল হওয়ার (Viral Video) জন্য এমন ব্যস্ত রাস্তায় কে নাচে?" কেউ কেউ আবার লিখেছেন, "মাঝ রাস্তায় নাচাটা আজকাল অনেকেই করে। আর এটা দেখতেও খুব ভাল লাগে।' কিন্তু প্রশ্ন হল এই নাচ করতে গিয়ে তিনি অঘটন ঘটিয়ে ফেলতেও পারতেন। তাছাড়া ট্রাফিক পুলিশই বা কোথায়? এসব করার অনুমতি কী করে পেলেন ওই যুবতী? তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে বহু মানুষ এই ভিডিও দেখেছেন। হু হু করে ভাইরাল হচ্ছে ভিডিও।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ব্যস্ত রাস্তায় তুমুল নাচ যুবতীর! উড়ল শাড়ি! ভাইরাল বঙ্গ তনয়ার ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement