West Bengal News: আরাবুলের বাড়ির পিছনে বোমা-বন্দুকের ছড়াছড়ি! নিশানায় তৃণমূল নেতাই? বড় নির্দেশ কলকাতা থেকে

Last Updated:

West Bengal News: তৃণমূলের তরফে জানানো হয়েছে, রবিবার ভাঙড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছিল, তা আপাতত রাজ্য নেতৃত্বের নির্দেশে স্থগিত করা হল।

ফের শিরোনামে আরাবুল ইসলাম
ফের শিরোনামে আরাবুল ইসলাম
ভাঙড়: শনিবার ভাঙড়ের সেই ঘটনার রেশ গিয়ে পড়ে ধর্মতলায়। পুলিশের গার্ডরেল ভেঙে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ব়্যাফ নামানো হয়। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। রণক্ষেত্র পরিস্থিতি হয়ে ওঠে ধর্মতলা। ওই ঘটনাতে পুলিশ যেমন গ্রেফতার করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ একাধিক জনকে, তেমনই ভাঙড়েও গ্রেফতার করা হয় অনেককে। এই পরিস্থিতিতে ভাঙড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল থেকে পিছিয়ে এল তৃণমূল।
তৃণমূলের তরফে জানানো হয়েছে, রবিবার ভাঙড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছিল, তা আপাতত রাজ্য নেতৃত্বের নির্দেশে স্থগিত করা হল। পরবর্তী কর্মসূচি সকলকে জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
জানা গিয়েছে, হাতিশালার ঘটনার পর কলকাতা লেদার কমপ্লেক্স থানার পক্ষ থেকে মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে কলকাতায় অশান্তি পাকানোর জন্য ৩৮ জনকে লালবাজারে পাঠানো হয়েছে রাতেই। কলকাতায় গ্রেফতার হওয়া নওশাদ সিদ্দিকি সহ ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে পাঠানো হবে। অন্যদিকে ভোর রাতে তল্লাশি অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূলত হাতিশালাতে যারা অশান্তি করেছিল তাদেরই মধ্যে পাঁচজনকে গ্রেফতার করে আজ বারুইপুর মহাকুমা আদালতে তুলবে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
advertisement
এরই মধ্যে ভাঙড়ে আবারও বোমা বন্দুক উদ্ধার। আরাবুল ইসলামের বাড়ির পিছনের মাঠ থেকেই বোমা বন্দুক উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। অভিযোগ আইএসএফ কর্মী সমর্থকেরা বোমা বন্দুক মজুদ করছিল আরাবুল ইসলামের বাড়িতে হামলা চালাবে বলে। গোপন সূত্রে খবর পেয়ে কাশিপুর থানার পুলিশকর্মীরা হানা দিলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: আরাবুলের বাড়ির পিছনে বোমা-বন্দুকের ছড়াছড়ি! নিশানায় তৃণমূল নেতাই? বড় নির্দেশ কলকাতা থেকে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement