Suvendu Adhikari New Slogan: ‘গ্রাম দিয়ে শহর ঘেরার ডাক’, পঞ্চায়েতের আগে শুভেন্দুর মুখে এ বার অতি বামের শ্লোগান! 

Last Updated:

উত্তরবঙ্গ, জঙ্গলমহল নিয়ে বিজেপির নতুন পরিকল্পনা মাথায় রেখেই কি এই শ্লোগান ?  

কলকাতা: পঞ্চায়েতের আগে এবার অতি-বামের শ্লোগান শোনা গেল শুভেন্দুর মুখে। আজ বিজেপির রাজ্য কমিটির বৈঠকের দ্বিতীয় দিনে রাজনৈতিক রিপোর্ট পেশ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পঞ্চায়েতে গ্রামের বঞ্চিত গরীব মানুষকে নিয়ে আন্দোলন করে গ্রাম দিয়ে শহর ঘিরতে হবে।  পর্যবেক্ষকদের মতে, শুভেন্দুর এই অতিবাম শ্লোগান কি নিছকই বিজেপির গণ আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর টোটকা নাকি অন্যকোন রাজনৈতিক হিসাব কষছেন শুভেন্দু
গতকালই দলের আন্দোলন বিমূখীনতার সমালোচনা করে শুভেন্দু দৃষ্টান্ত হিসাবে টেনে এনেছিলেন মমতার সিঙ্গুর, নন্দীগ্রামের গণ আন্দোলনের সাফল্যের। আজ রাজনৈতিক রিপোর্ট পেশ করতে গিয়ে সেই শুভেন্দুই ফিরে গেলেন ৭০-এর দশকের নকশালবাড়ি আন্দোলন খ্যাত চারু মজুমদার-এর গ্রাম দিয়ে শহর ঘেরার শ্লোগানে। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েতের আগে দলের আন্দোলনের ঝাঁঝ বাড়াতে অতি বামেদের শরণ নিয়েছেন শুভেন্দু।
advertisement
advertisement
মাও সে তুং-এর নেতৃত্বে চিনে কমিউনিষ্ট পার্টির প্রত্যাবর্তনে লং মার্চের এই শ্লোগানকেই আমাদের রাজ্যে ৭০ এর দশকে সফল ভাবে প্রয়োগ করে সমাজ রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিলেন উত্তরবঙ্গের নকশাল বাড়ি আন্দোলন খ্যাত চারু মজুমদার। তারপর সেই আন্দোলনের ধারা বহন করে নিয়ে গিয়েছেন কানু সান্যাল,জঙ্গল সাঁওতালরা।
advertisement
তাৎপর্যপূর্ন ভাবে, রাজ্যে সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে শুরু করে জঙ্গল মহলে সিপিএমের অত্যাচারকে মূলধন করে গণ আন্দোলন গড়ে তুলতে, মমতার বিশ্বস্ত সেনাপতির ভূমিকায় সেদিনও ছিলেন আজকের শুভেন্দু। সেদিক থেকে আজ একেবারে বিপরীত মেরুর রাজনৈতিক অবস্থান থেকে শুভেন্দুর মুখে অতি বামের এই শ্লোগানে নতুন করে কৌতুহল তৈরি হল রাজনৈতিক মহলে।
সম্প্রতি,বাঁকুড়ায় সভা করার পর, পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গল মহল জুড়ে পদযাত্রা করার কথা বলেছিলেন শুভেন্দু। আজ শুভেন্দুর পেশ করা রাজনৈতিক প্রস্তাবের ওপর আলোচনায় বিজেপির যে চার বিধায়ক অংশ নেন তারা হলেন বাঁকুড়ার সালতোড়ার তপশিলী জাতি ভুক্ত বিধায়ক চন্দনা বাউড়ি, পুরুলিয়ার জয়পুরের বিধায়ক নরহরি মাহাত, সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং দূর্গাপুর পশ্চিম এর বিধায়ক লক্ষ্ণন ঘোড়ই। এই চার জনের মধ্যে আয়োজক জেলার জেলা সভাপতি লক্ষ্ণনকে বাদ দিলে বাকি দু'জন জঙ্গল মহলের বিধায়ক এবং একজন বামপন্থী রাজনীতি থেকে আসা বিধায়ক।
advertisement
কেউ কেউ মনে করছেন, উত্তরবঙ্গের জন্য পৃথক রাজ্যের দাবি তোলার পর বিজেপির জঙ্গল মহলের বিধায়ক সাংসদরাও পৃথক রাজ্যের দাবিতে সুর মেলান। পৃথক রাজ্যের দাবিকে সরকারি ভাবে সমর্থন না করলেও, বঞ্চনার কারনে স্থানীয় মানুষের এই দাবিকে সঙ্গত বলেই মনে করে বিজেপি। সেদিক থেকে শুভেন্দুর রাজনৈতিক প্রস্তাবে এই  নতুন শ্লোগানকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
advertisement
রিপোর্ট পেশ করতে গিয়ে শুভেন্দু আরও বলেন, শুধু কেন্দ্রীয় ভাবে কর্মসূচি নিলে হবে না। নিচুতলা থেকে আন্দোলন তুলে আনতে হবে। ব্লক স্তরে আন্দোলন সংগঠিত করতে হবে। না হলে আন্দোলন শুধু খাতায় কলমেই থেকে যাবে। গ্রামের স্থানীয় স্তরে যে আন্দোলন হবে তাতে শুধু দলীয় কর্মী-সমর্থকদের শামিল করলেই চলবে না। তৃণমূল সরকারের দ্বারা যাঁরাই বঞ্চিত হয়েছেন, তাঁরা অন্য দলের সমর্থক হতে পারেন, সাধারণ মানুষ হতে পারেন, তাঁদেরও শামিল করতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari New Slogan: ‘গ্রাম দিয়ে শহর ঘেরার ডাক’, পঞ্চায়েতের আগে শুভেন্দুর মুখে এ বার অতি বামের শ্লোগান! 
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement