West Bengal Panchayat Election Results 2023: কেষ্টগড়ে জয়ী শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা, বীরভূমে উড়ল ‘পুরস্কারের‘ সবুজ আবির
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আসানসোলের জেল থেকে অনুব্রত মণ্ডলকে আনা হয়েছিল দুবরাজপুরে। পুলিশ হেফাজত নেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এবারের পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া হয় মামলাকারীর স্ত্রী লিপিকাকে।
দক্ষিণবঙ্গ: পঞ্চায়েত নির্বাচনে জিতলেন বীরভূমের দুবরাজপুরের শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল। এই সেই শিবঠাকুর মণ্ডল, যিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুবরাজপুর থানায় মারধর করার অভিযোগ দাযের করেছিলেন, যার জেরে অনুব্রতের দিল্লি যাওয়া কিছুদিনের হলেও আটকে গিয়েছিল।
বীরভূমের দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডলকে পঞ্চায়েত নির্বাচনের টিকিট দেওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা শোনা গিয়েছিল, এটাই বুঝি শিবঠাকুরকে দেওয়া তৃণমূলের উপহার। ১৬৫ নম্বর বনকাটি সংসদে তিনি দাঁড়িয়ে ছিলেন। এদিন গণনা শেষে দেখা যায় ওই পদে তিনিই জয়ী।
advertisement
advertisement
আরও পড়ুন: গণনার শুরুতেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী! আনলেন অভিষেকের ডায়মন্ড হারবারের নাম
উল্লেখ্য, শিবঠাকুর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল দুবরাজপুর থানার পুলিশ। আসানসোলের জেল থেকে অনুব্রত মণ্ডলকে আনা হয়েছিল দুবরাজপুরে। পুলিশ হেফাজত নেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এবারের পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া হয় মামলাকারীর স্ত্রী লিপিকাকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 11, 2023 12:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Panchayat Election Results 2023: কেষ্টগড়ে জয়ী শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা, বীরভূমে উড়ল ‘পুরস্কারের‘ সবুজ আবির