West Bengal News: মালাবদল হল, উলু দিলেন মহিলারা, বৃষ্টি চেয়ে ব্যাঙের বিয়ে দিলেন বাসিন্দারা

Last Updated:

West Bengal News: বিয়েতে বরযাত্রী সংখ্যা ছিল প্রায় ৩০০ জন। তাদের খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছিল কনে পক্ষ।

মহা ধুমধামের সঙ্গে হল ব্যাঙের বিয়ে
মহা ধুমধামের সঙ্গে হল ব্যাঙের বিয়ে
#বর্ধমান : উলুধ্বনি দিলেন মহিলারা। মন্ত্রোচ্চারণ করলেন পুরোহিত। মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হল ব্যাঙের বিয়ে। পেটপুরে খাওয়া-দাওয়া করলেন বরযাত্রী কনে যাত্রী দুপক্ষই। সেই বিয়েতে সাক্ষী থাকলেন গ্রামবাসীরা।
চাহিদা একটাই, নেমে আসুক মুষলধারে বৃষ্টি। এখন এই বিয়ে কাঙ্ক্ষিত বর্ষা এনে দিতে পারে কিনা সেটাই দেখার। কারণ, বৃষ্টির অভাবে ধান রোয়ার কাজ একরকম বন্ধের মুখে। যেটুকু ধান রোয়া হয়েছে সেই সব জমিতেও জল নেই।
advertisement
advertisement
কিছু সম্পন্ন কৃষক সাবমারসিবল পাম্পের মাধ্যমে মাটির তলা থেকে জল তুলে চাষ বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভারি বৃষ্টি না হলে খরা পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা কৃষকদের। তাই বৃষ্টির আশায় এই ব্যাঙের বিয়ের আয়োজন করা হলো।
বৃষ্টির কামনায় পূর্ব বর্ধমানের গলসি এক নম্বর ব্লকের মারো গ্রামে ব্যাঙের বিয়ের আয়োজন করলেন সেখানের বাসিন্দারা। গ্রামের দাসপাড়ায় তৈরি করা হয়েছিল ছাদনাতলা। সেখানে বাজনা বাজিয়ে নিয়ে আসা হয় বর ব্যাঙকে। ততক্ষণে সেখানে উপস্থিত করা হয় কনে ব্যাঙকেও। হিন্দু প্রথা মেনে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মালাবদল করে বিয়ে দেওয়া হয় ব্যাঙের।
advertisement
এই বিয়েতে বরযাত্রী সংখ্যা ছিল প্রায় ৩০০ জন। তাদের খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছিল কনে পক্ষ। গ্রামবাসীরা জানালেন, "ব্যাঙের বিয়ে দিলে কাঙ্ক্ষিত বৃষ্টি মেলে এমনটা পূর্বপুরুষদের কাছ থেকে শুনে এসেছি। তাঁরা বলতেন দীর্ঘদিন বৃষ্টি না হলে ব্যাঙের বিয়ে দেওয়া হতো। তারপরই আকাশ ভাঙ্গা বৃষ্টি হত। আমরাও তাই ব্যাঙের বিয়ে দিলাম। অধরা বৃষ্টি এবার মেলে কিনা দেখা যাক।"
advertisement
গলসিকে রাজ্যের শস্য গোলা বলা হয়ে থাকে। প্রচুর ধান উৎপন্ন হয় এখানে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ায় ধান রোয়ার কাজ এক রকম বন্ধ। ডিভিসিও সেচের জন্য চাহিদা মত জল দিতে পারেনি। এখন চাষ বাঁচানোর জন্য প্রয়োজন ভারী বর্ষণের। সেই বর্ষণের আশাতেই এই ব্যাঙের বিয়ের আয়োজন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মালাবদল হল, উলু দিলেন মহিলারা, বৃষ্টি চেয়ে ব্যাঙের বিয়ে দিলেন বাসিন্দারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement