প্রেমের পরিণতিতে পলিটেকনিক পড়ুয়ার আত্মহত্যা! প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- Published by:Sanjukta Sarkar
- Written by:Saradindu Ghosh
Last Updated:
West Bengal News: পলিটেকনিকের ছাত্রকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে জামালপুর থানার পুলিশ।
#বর্ধমান: প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রেমিকার পরিবার। তাতেই মনমরা হয়ে পড়ে পলিটেকনিকের ছাত্র। এর মধ্যে প্রেমিকা খুঁজে নেয় নতুন প্রেমিক। অভিযোগ, এরপরই বাড়িতে এসে শাসিয়েছিল প্রেমিকার পরিচিতরা। তাকে আত্মহত্যাও করতে বলা হয় বলে অভিযোগ। তারা ফিরে যাবার পর রাতে সকলের অলক্ষে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পলিটেকনিকের ছাত্রকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে জামালপুর থানার পুলিশ। ধৃতদের নাম কৃষ্ণেন্দু ভৌমিক ও নবীন কুমার তামা। হুগলির তারকেশ্বর থানার চাঁপাডাঙায় তাদের আদি বাড়ি। বর্তমানে তারকেশ্বর থানার মুক্তারপুরে কৃষ্ণেন্দু থাকে। ওই থানারই আস্তারা গ্রামে থাকে নবীন কুমার। জামালপুর থানার মাধবপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
advertisement
advertisement
পুলিস জানিয়েছে, জামালপুর থানার কাঁসরা গ্রামের সৈকত মাজি দুর্গাপুরের একটি বেসরকারি পলিটেকনিক কলেজে মেকানিক্যাল বিভাগের ছাত্র ছিলেন। তাঁর সঙ্গে গ্রামেরই এক যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর যুবতীর মা সৈকতকে নানাভাবে হুমকি দেয়। এতে ঘটনার মাস দুয়েক আগে মনমরা হয়ে পড়েন সৈকত। পরিবারের লোকজন তাঁকে নানাভাবে বোঝায়।
advertisement
এরই মধ্যে অন্য এক যুবকের সঙ্গে সৈকতের প্রেমিকার সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার নতুন প্রেমিক সৈকতকে সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য নানাভাবে শাসায় বলে অভিযোগ। ২০২১ সালের ১৫ অক্টোবর রাতে কৃষ্ণেন্দু-সহ কয়েকজন সৈকতের বাড়ি এসে নানাভাবে হুমকি দেয়। এমনকি তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেয় বলেও অভিযোগ। ওইদিন রাতেই গলায় দড়ি দিয়ে সৈকত আত্মঘাতী হন।
advertisement
সৈকতের দাদা সৌমেন মাজি ঘটনার কথা জানিয়ে বর্ধমান সিজেএম আদালতে মামলা করেন। অভিযোগে সৈকতের প্রেমিকা ও তার নতুন প্রেমিক-সহ কয়েকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার কথা জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ তার জেরেই এই দুজনকে গ্রেফতার করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 01, 2023 5:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রেমের পরিণতিতে পলিটেকনিক পড়ুয়ার আত্মহত্যা! প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার ২