Happy New Year 2023: বছরের প্রথম দিন রেকর্ড ভিড়, রমনাবাগান অভয়ারণ্যে ছোটদের হাত ধরে বড়রাও! জানুন এই ট্যুরিস্ট ডেস্টিনেশন...
- Published by:Sanjukta Sarkar
- Written by:Saradindu Ghosh
Last Updated:
সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শক এই মিনি জু-তে আসেন। সেই ভিড়ে ছিলেন পাশের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলার বাসিন্দারাও।
#বর্ধমান: নতুন বছরের প্রথম দিনে দর্শকদের ভিড় উপচে পড়ল বর্ধমানের রমনা বাগান অভয়ারণ্যে। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শক এই মিনি জু-তে আসেন। সেই ভিড়ে ছিলেন পাশের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলার বাসিন্দারাও। শীতের মিষ্টি রোদ পিঠে নিয়ে বেশ কয়েক ঘণ্টা ধরে চিড়িয়াখানায় ছোটদের সঙ্গে মজা নিলেন বড়রাও। চিতাবাঘ ও তাদের শাবকরা ছিল শিশু কিশোরদের কাছে অন্যতম আকর্ষণ ব্যাপক ভিড় ছিল কুমির ও হরিণদের এনক্লোজারেও।
বর্ধমানের গোলাপবাগ রমনাবাগান অভয়ারণ্যর আকর্ষণ বাড়াতে পরিকাঠামো বাড়িয়েছে বন দফতর। চিতা বাঘের জন্য আলাদা এনক্লোজার রয়েছে। সেখানে দুটি চিতা বাঘ ও তাদের দুটি শাবক দর্শকদের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও জলাশয়ে রয়েছে কুমির। বিভিন্ন রকমের প্রচুর পাখি রয়েছে এই মিনি জু-তে।

advertisement
advertisement
সারস, শামুকখোল, কাকাতুয়া তো রয়েছেই, আছে পেখম মেলা ময়ূরও। রমনাবাগান অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ বিভিন্ন প্রজাতির হরিণ। দলে দলে হরিণদের বিচরণ, তাদের খাওয়া-দাওয়া দর্শকদের কাছে বরাবরই উপভোগ্য হয়ে ওঠে। রয়েছে ভালুক। এছাড়াও দর্শকদের কাছে এই অভয়ারণ্যের আকর্ষণ বাড়াতে উত্তরবঙ্গ থেকে আরও বেশ কিছু পশু পাখি আনার পরিকল্পনা রয়েছে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
পরিবারের সকলের সঙ্গে চিড়িয়াখানায় এসেছিলেন বর্ধমানের তরুণী তিতির ঘোষাল। চিতা বাঘের এনক্লোজার ঘুরে এসে জানালেন সকাল থেকেই পরিবারের সকলের সঙ্গে দিনটা অন্যরকম ভাবে কাটছে মেঘনাথ সাহা তারামণ্ডলের পাশে পিকনিক চলছে সেই পিকনিকের ফাঁকে এই চিড়িয়াখানায় এসেছিলাম। পরিবারের সকলের সঙ্গে অভয়ারণ্যের বিভিন্ন দিক ঘুরে দেখছি।
advertisement
বনদফতর সূত্রে জানা গিয়েছে, শীত পড়তেই এই অভয়ারণ্যে দর্শকদের ভিড় বাড়ছে। বড়দিন এবং ৩১শে ডিসেম্বর ভালো ভিড় হয়েছিল। তবে সেই ভিড়কেও ছাড়িয়ে দিয়েছে ইংরেজি বছরের প্রথম দিন। দুই চিতাবাঘ ও তাদের শাবকদের টানে গোটা মরশুম জুড়েই রমনা বাগান অভয়ারণ্যে দর্শকদের ভিড় থাকবে বলে আশাবাদী বনদফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
January 01, 2023 3:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Happy New Year 2023: বছরের প্রথম দিন রেকর্ড ভিড়, রমনাবাগান অভয়ারণ্যে ছোটদের হাত ধরে বড়রাও! জানুন এই ট্যুরিস্ট ডেস্টিনেশন...