১ কোটি ১০ লক্ষ টাকা জরিমানা! মাতব্বরদের তাণ্ডবে ঘরছাড়া পরিবার, বাংলায় লজ্জাজনক ঘটনা

Last Updated:

West Bengal News: ঘটনার সূত্রপাত গত ৩০ জুলাই। ওই দিন রাত সাড়ে ন'টার পর চাকীরহাটে কাশীনাথ চাকীর শ্রীহরি ডেকোরেটর্সে আগুন লেগে যায়।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#পশ্চিম মেদিনীপুর: সালিশি সভা বসিয়ে এক পরিবারকে ১ কোটি ১০ লক্ষ টাকা জরিমানার নিদান দিল গ্রামের মাতব্বররা। মাতব্বরদের ভয়ে ঘরছাড়া পরিবার। ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে তদন্তে শুরু করেছে পুলিশ। একটি ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো সালিশি সভা বসিয়ে গ্রামেরই এক পরিবারকে অভিযুক্ত করে ১ কোটি ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নিদান গ্রামের মাতব্বরদের। টাকা আদায়ে জোরপূর্বক জমির দালালির কপি নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। মাতব্বরদের ভয়ে বর্তমানে ঘর ছাড়া ওই পরিবার।
ঘটনার সূত্রপাত গত ৩০ জুলাই। ওই দিন রাত সাড়ে ন'টার পর চাকীরহাটে কাশীনাথ চাকীর শ্রীহরি ডেকোরেটর্সে আগুন লেগে যায়। ক্ষতি হয় অনেকটাই। ঘটনারস্থলে পুলিশ এসেও কীভাবে আগুন লাগল, তা বুঝতে পারেনি। মালিকও বুঝতে পারেননি আগুন লাগার প্রকৃত কারণ।
তবে সেদিনই তত্ত্ব খাঁড়া করেছিলেন গোডাউনের মালিক কাশীনাথ চাকী। এই ঘটনার প্রায় এক সপ্তাহ পর ৬ অগাস্ট আগুন লেগে যাওয়া ডেকরেটরের মালিক কাশীনাথ চাকী গ্রামের কয়েকজন মাতব্বরদের নিয়ে ওই গ্রামেরই বাসিন্দা অন্য এক ডেকরেটরের মালিক তারকনাথ আড়িকে নানান অজুহাত দেখিয়ে পূর্ব মেদিনীপুরের পালপাড়ায় সুকুমার মাইতি নামে এক গনককারের কাছে নিয়ে যায়। সেখানে গনককার তারকনাথবাবু ও তার ছেলে এই আগুন লাগানোর ঘটনায় যুক্ত বলে দাবি করেন সকলের সামনে।
advertisement
advertisement
তারপরই ক্ষতিপূরণের বিধান দিয়ে তারকনাথ বাবুর পরিবারের উপর নানান চাপ তৈরি করা হয় বলে অভিযোগ ওঠে। ৬ অগাস্ট সন্ধা থেকে তারকনাথ ও তার দুই ছেলে, ৯ মাসের শিশুর মা দিপালীর উপর প্রকাশ্যে জুলুম ও মারধোর শুরু হয় বলে অভিযোগ ওঠে এলাকাবাসীর বিরুদ্ধে। সন্ধায় তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় একটি জায়গায়। সেখানে একাধিক মানুষের সামনে জোর করে আগুন লাগানোর কথা স্বীকার করানো হয় ও সাদা কাগজে সই করে জমির দলিল কেড়ে নিয়ে ১ কোটি ১০ টাকা জরিমানার নিদান দেয় মাতব্বররা।
advertisement
আক্রান্ত পরিবার ওখান থেকেই পুলিশকে জানালে দাসপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। ওই পরিবারকে মাতব্বরা হুঁশিয়ারি দেয়, পুলিশের কাছে মুখ না খুলতে। এমনকি দোষীদের ঘর বাড়ি সম্পত্তি জোর করে দখল নিয়ে টাকা আদায় করে নেবে বলেও অভিযোগ ওঠে। আক্রান্ত পরিবারের অভিযোগ দাসপুর থানা এই ঘটনায় কোনও সহযোগিতা করেনি। শেষমেশ ৯ অগাস্ট ওই পরিবার ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন, বেশ কয়েকজন মাতব্বরদের বিরুদ্ধে।
advertisement
এই ঘটনায় এখনও কোনও আইনি পদক্ষেপ নেয়নি পুলিশ। পরবর্তী কালে এই ঘটনা কোন দিকে মোড় নেয় বা মাতব্বররা শাস্তি পায় কিনা সে দিকেই তাকিয়ে এলাকার মানুষজন। বর্তমানে প্রবল চাপে ভয়ে আড়ি পরিবার প্রাণ রক্ষার দায়ে সবাইকে নিয়ে ঘরছাড়া। অন্যদিকে গ্রামের মোড়লরা সালিশি সভার কথা স্বীকার করলেও সেই সময় জোর করে সাদা কাগজে সই করানো এবং মারধরের কথা অস্বীকার করেছেন।
advertisement
ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী বলেন, "দুই দিনের দুটি ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে দুটি অভিযোগ করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আগুন লাগানো, সালিশি সভা ডাকা, এই ঘটনায় যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।''
---সুকান্ত চক্রবর্তী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১ কোটি ১০ লক্ষ টাকা জরিমানা! মাতব্বরদের তাণ্ডবে ঘরছাড়া পরিবার, বাংলায় লজ্জাজনক ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement