West Bengal news: বালির গর্তে পড়ে শিশুর মৃত্যুর পর কাকদ্বীপে অভিভাবকদের সতর্ক করতে দেওয়া হল নোটিস
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
West Bengal news: দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর পর অবশেষে কাকদ্বীপে অভিভাবকদের সতর্ক করে দেওয়া হল নোটিশ। কাকদ্বীপে বিএল এন্ড এলআরও অফিসের পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ২ শিশুর মর্মান্তিক মৃত্যুর পর অবশেষে কাকদ্বীপে অভিভাবকদের সতর্ক করে দেওয়া হলো নোটিশ। কাকদ্বীপে বিএল এন্ড এলআরও অফিসের পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে।
শিশুমৃত্যুর পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে এই ধরনের কাটা বালির গর্ত যথাযথভাবে ভরাট বা চিহ্নিত করার দাবি তুলেছিলেন। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। স্থানীয় বাসিন্দারা তখন বলেছিলেন, এমন ঘটনা মেনে নেওয়া যায় না। স্থানীয়দের দাবি মেনে অবশেষে অভিভাবকদের সতর্ক করে দেওয়া হয়েছে নোটিশ। নোটিশে লেখা হয়েছে, “এতদ্বারা সকল এলাকাবাসীকে জানানো যাইতেছে বালি খাদান সম্পর্কিত কাজকর্ম চলাকালীন বা কাজ চলাকালীন আপনারা আপনাদের বাচ্চাদের সাবধানে রাখবেন।”
advertisement
advertisement
বিশ্বকর্মা পুজোর দিন এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছিল। সুদীপ্ত সিংহ (১১) এবং ফারুক খান (৭) এই দুই শিশুর মৃত্যুর ঘটনা নাড়া দিয়ে গিয়েছিল সকলের। আর এবার এই নোটিশ পাওয়ার পর কিছুটা খুশি স্থানীয়রা। এই নিয়ে স্থানীয় বাসিন্দা জগন্নাথ ঘাঁটা জানিয়েছেন, সাঁতার জানা থাকলে খুব একটা সমস্যা হয় না। তবে যদি কোথায় গর্ত কোথায় কী সেটা যদি না জানা যায় তাহলে সমস্যা হয়।
advertisement
বর্তমানে নতুন করে নোটিশ মারায় খুশি স্থানীয়রা। তাঁরা জানিয়েছেন এমন নোটিশ যদি আগে দেওয়া থাকত তাহলে হয়তো ওই বাচ্চা দুটির প্রাণ বেঁচে যেত। এই ভুল থেকে পরবর্তী সময়ে শিক্ষা নিতে হবে সকলকেই, তবেই এমন বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে এমন কথা জানিয়েছেন তাঁরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 20, 2025 9:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: বালির গর্তে পড়ে শিশুর মৃত্যুর পর কাকদ্বীপে অভিভাবকদের সতর্ক করতে দেওয়া হল নোটিস