West Bengal Municipal Elections 2022: মুখ থুবড়ে পড়ল অর্জুনের কেরামতি, ভাটপাড়ায় বিজেপি ধুয়েমুছে সাফ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Municipal Elections 2022: ভাটপাড়ায় অর্জুনের প্রভাব নিয়ে সন্দেহ ছিলই। বাস্তবে সেই সন্দেহই সত্যি হল। ভাটপাড়া পুরসভা দখল করে নিল তৃণমূল।
#ভাটপাড়া: বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড় বলে পরিচিত ভাটপাড়া পুরসভাও (Bhatpara Municipality) দখল করল তৃণমূল। ভোটের দিন বহিরাগতদের এনে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ করেছে বিজেপি! এমনকী পারিবারিক কোন্দলের জেরে নিজের ওয়ার্ডে বিজেপি প্রার্থী না থাকায় ভোটই দিতে পারেননি অর্জুন সিং। ফলে ভাটপাড়ায় অর্জুনের প্রভাব নিয়ে সন্দেহ ছিলই। বাস্তবে সেই সন্দেহই সত্যি হল। ভাটপাড়া পুরসভা দখল করে নিল তৃণমূল।
ভাটপাড়ার ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১ আসনে প্রার্থীর মৃত্যুর জন্য ভোট হয়নি। কিন্তু ৩২টি ওয়ার্ডের মধ্যে ৩০টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল। দুটি ওয়ার্ডের ফলাফল এখনও সামনে আসেনি।
advertisement
রাজনৈতিক দিক দিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিংহের গড় হিসেবে পরিচিত ভাটপাড়া। বিশেষ করে তৃণমূল ছেড়ে তিনি বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই প্রায়শই দুই দলের সংঘর্ষ লেগেই থাকে। ২০১৯ সালের লোকসভার পরে যে সাতটি পুরসভার দখল নিয়েছিল বিজেপি, তার মধ্যে ছিল ভাটপাড়াও। তবে সব ক’টিই হাতছাড়া হয় তাদের। ভাটপাড়া পুরসভার ৩৪ সদস্যর মধ্যে ১৯ জন তৃণমূল কাউন্সিলর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া ঝড়ের পর যোগ দিয়েছিলেন বিজেপি-তে। এর পরে আরও কয়েক জন গেরুয়া শিবিরে যোগ দিলে জুন মাসে দেখা যায়, বিজেপি-র দিকে রয়েছেন ২৬ জন সদস্য। কিন্তু কয়েক দিনের মধ্যেই তাঁদের মধ্যে থেকে ১২ জন কাউন্সিলর তৃণমূলে ফিরে আসেন।
advertisement
ওই ১২ জন কাউন্সিলর ফিরে আসার পর ভাটপাড়া পুরসভায় তৃণমূলের শক্তি বেড়ে গিয়ে ২১ হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ চলে যায় তৃণমূলের হাতেই। এর পর পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বসানো হয় প্রশাসক। এবার সেই পুরসভায় পুরোপুরি ক্লিন সুইপ করে গেল তৃণমূল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2022 11:01 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Elections 2022: মুখ থুবড়ে পড়ল অর্জুনের কেরামতি, ভাটপাড়ায় বিজেপি ধুয়েমুছে সাফ