Dilip Ghosh: যা আশা ছিল, আর নেই! কেন এমন কথা বললেন দিলীপ ঘোষ?

Last Updated:

Dilip Ghosh: এদিন দিলীপ ঘোষ বলেন, ''প্রত্যাশা আছেই। তবে যা হওয়ার ছিল তা হবে না। ভোট লুঠ হয়েছে, নির্বাচন বাতিলের দাবি উঠেছে।''

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
#কলকাতা: সদ্য শেষ হয়েছে রাজ্যের পুরভোট (West Bengal Municipal Elections 2022)। বুধবার সেই ভোটের ফল ঘোষণা। তবে ২৭ ফেব্রুয়ারি পুরভোট ঘিরে রাজ্যে যেভাবে হিংসার ছবি দেখা গিয়েছে, তাতে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা। বিজেপি থেকে শুরু করে কংগ্রেস ও বামেরা সকলেই শাসকদলের পাশাপাশি কমিশনের বিরুদ্ধে সুর চড়া করেছে। এরই মাঝে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) স্পষ্ট করে দিলেন, যে আশা ভোটের আগে ছিল, তা আপাতত তিনি আর করছেন না।
এদিন দিলীপ ঘোষ বলেন, ''প্রত্যাশা আছেই। তবে যা হওয়ার ছিল তা হবে না। ভোট লুঠ হয়েছে, নির্বাচন বাতিলের দাবি উঠেছে। এই ধরনের ভয়ের পরিবেশের মধ্যে যা ফল হওয়া উচিত ছিল, তা হবে না। আগামী ৫ তারিখ রাজ্য কমিটির নির্বাচন নিয়ে আলোচনা হবে। ভোট নিয়েও সেখানেও আলোচনা হবে।'' প্রসঙ্গত, বিজেপির রাজ্য কমিটি নিয়ে দলের অন্দরেই বিরোধিতা মাথাচাড়া দিয়েছে। ফলে সেই রাজ্য কমিটি নিয়ে আলোচনা হলে যে বিরুদ্ধ মতও উঠে আসবে, তা বলাই বাহুল্য।
advertisement
advertisement
অন্যান্য পুরসভা তো বটেই, কাঁথি নিয়ে দিলীপ ঘোষ বলেন, ''গণনা হবে, বোর্ড তৈরি হবে, তার পরে মামলার কোন মানে নেই। রাজ্য নির্বাচন সব সময় রাজ্য সরকারের কথাতেই চলে।''
advertisement
উল্লেখ্য, রবিবার রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচনে বাংলার বিভিন্ন প্রান্তে প্রবল হিংসার ছবি দেখা গিয়েছে। বহু জায়গাতেই ইভিএম ভাঙচুর থেকে শুরু করে প্রার্থীদের মারপিঠের ছবি উঠে এসেছে। বিরোধীরা বেনিয়মের অভিযোগে সরব হয়। এরপর নির্বাচন মিটতেই সোমবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দেয় বিজেপি। কিন্তু সেই বনধে তেমন সাড়া ফেলেনি। এদিকে, রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ডেকে পাঠান। তারপরই ২ টি কেন্দ্রে পুর্ননির্বাচনের ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: যা আশা ছিল, আর নেই! কেন এমন কথা বললেন দিলীপ ঘোষ?
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement