Nabanna Business Meet: লক্ষ্য বিনিয়োগ, উত্তরবঙ্গের পর এবার কলকাতা, ফের শিল্প বৈঠক নবান্নে
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Nabanna Business Meet: বিভিন্ন দেশের কনসাল জেনারেল, রাষ্ট্রদূতদের পাশাপাশি শিল্পপতিরাও ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেবেন বলেই নবান্ন সূত্রে খবর।
বিভিন্ন দেশের কনসাল জেনারেল, রাষ্ট্রদূতদের সামনে রাজ্যের শিল্প সম্ভাবনাকে তুলে ধরা হবে। রাজ্যের কয়েকটি দফতরকে তার জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রস্তুত করে রাখতে বলা হয়েছে বলেই নবান্ন (Nabanna Business Meet) সূত্রে খবর। মূলত রাজ্যের বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন আগামী ২০,২১ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে এই বৈঠকের মাধ্যমে একদিকে যেমন বিভিন্ন দেশের শিল্পপতিদের থেকে বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা হবে, পাশাপাশি বিভিন্ন দেশ থেকে যাতে শিল্পপতিরা এবং রাষ্ট্রদূতরা এই শিল্প সম্মেলনে অংশগ্রহণ করে তাও নিশ্চিত করতে চাইছে নবান্ন।
advertisement
advertisement
নবান্ন সূত্রে খবর সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন নিয়ে রাজ্য সরকার কী ভাবছে তা তুলে ধরা হবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কনসাল জেনারেলের সামনে ভার্চুয়ালি (Nabanna Business Meet) । তারপর দুপুর ১২ টা ১৫ মিনিট থেকে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের কতটা উন্নয়ন হয়েছে তা বিভিন্ন দফতরের তরফে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হবে।
advertisement
একাধিক বৈঠক থেকে শুরু করে অনুষ্ঠানে বারবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন এবার রাজ্য সরকারের লক্ষ্য শিল্প। বস্তুত কর্মসংস্থান ও শিল্প যে পাখির চোখ তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিভিন্ন আলোচনায় উল্লেখ করেছেন। প্রশাসনের একাংশের মতে উত্তরবঙ্গের বিজনেস সামিট রাজ্যের শিল্প আনার পক্ষে সফল হয়েছে। আর তাই এবার বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনকে বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার জন্য নবান্নের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 01, 2022 1:51 PM IST