West Bengal Municipal Election: রাজ প্রাসাদ ছেড়ে ভোটারদের দুয়ারে দুয়ারে, পুরযুদ্ধে ভোট প্রার্থী তাম্রলিপ্তের রাজ বংশধর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Municipal Election: তিনি তমলুকের প্রাচীন তাম্রলিপ্ত রাজ পরিবারের বর্তমান বংশধর। এবারের তৃণমূল প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায়।
#তমলুক: পুরভোটের তৃণমূলের প্রার্থী তালিকায় এবার অন্যতম চমক তাম্রলিপ্ত রাজ পরিবারের বংশধর দীপেন্দ্র নারায়ণ রায়। রাজ প্রাসাদ ছেড়ে রাজ বংশধর এখন ভোটারদের দুয়ারে দুয়ারে (West Bengal Municipal Election) ঘুরছেন।তাম্রলিপ্ত পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়েছেন রাজ বংশধর দীপেন্দ্র নারায়ণ রায়।

ওয়ার্ড পাল্টে এবারও তিনি ভোট প্রার্থী (West Bengal Municipal Election)। তিনি তমলুকের প্রাচীন তাম্রলিপ্ত রাজ পরিবারের বর্তমান বংশধর। এবারের তৃণমূল প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায়। যিনি এবার তাম্রলিপ্ত পুরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ভোট ময়দানে নেমে পড়েছেন। পুরভোটে টানা চারবার জয়ী এবং তিনবারের ভাইস চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ এবার পঞ্চমবার জয়ের লক্ষ্যে ভোট ময়দানে (West Bengal Municipal Election) নেমে জনসংযোগ শুরু করে দিয়েছেন।
advertisement
advertisement
তমলুকের তাম্রলিপ্ত পৌরসভার বিদায়ী মুখ্য প্রশাসক, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলর দিব্যেন্দু নারায়ণ রায় এবারও ভোটে লড়ছেন গত দু-দশকের মতোই। যদিও এবার তিনি আসন বদলে অন্য ওয়ার্ডেরই প্রার্থী হয়েছেন। যেখানে ৬ নম্বর ওয়ার্ড ছেড়ে পাশের ১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন তাম্রলিপ্ত রাজ পরিবারের বংশধর দীপেন্দ্র নারায়ণ (West Bengal Municipal Election)। রাজ প্রাসাদের ঘেরাটোপ এবং অন্দরমহল ছেড়ে অনেক আগে থেকেই ভোট ময়দানে পা রাখা দীপেন্দ্রকে আসন সংরক্ষণের গেরোয় পড়ে এবার ওয়ার্ড বদলাতে হয়েছে।
advertisement

ছয় ছেড়ে একের প্রার্থী। তৃণমূল প্রার্থী দীপেন্দ্র নারায়ণ ভোট প্রচারে নেমে সময় সুযোগ মেনে তাম্রলিপ্ত রাজবংশের (West Bengal Municipal Election) ইতিহাসেই শান দিচ্ছেন। বলছেন-তাম্রলিপ্ত রাজবংশের ইতিহাস আর আবেগের কথা। ইতিহাস খ্যাত রাজবংশের সদস্য হওয়ায় তিনি যে বাড়তি সমীহ পাচ্ছেন, সেকথা স্বীকার করেই নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসের কথাই শুনিয়েছেন।
advertisement
শুধু কথা নয়, নিজের সমর্থনে দেওয়াল লিখন থেকে দুয়ারে দুয়ারে ঘোরাঘুরি, দীপেন্দ্র নারায়ন সবই কাজেও করছেন একেবারে সামনে থেকেই। দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ১ নম্বর ওয়ার্ডের প্রান্তে প্রান্তে ঘোরা এবং সভা করা। সবই করছেন সকাল থেকে বিকেল। প্রায় সারাদিন ধরেই। এক কথায়, নিজের পঞ্চমবারের জয়কে স্মরণীয় করে রাখতে বেশি মার্জিনে জয়ী হওয়ার লক্ষ্যে পরিশ্রমে কোন ঘাটতি রাখছেন না দীপেন্দ্র নারায়ণ রায়। এখন দেখার, নিজের লক্ষ্যপূরণে তমলুক রাজবংশের সদস্যের লড়াই কতটা সাফল্য লাভ করে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2022 12:57 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Election: রাজ প্রাসাদ ছেড়ে ভোটারদের দুয়ারে দুয়ারে, পুরযুদ্ধে ভোট প্রার্থী তাম্রলিপ্তের রাজ বংশধর!