JOB: চাকরির ব্যাপক সুযোগ, কর্মসংস্থানের জোয়ার, মিলবে মোটা মাইনে, খুঁটিনাটি নিচের লিঙ্কে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
JOB: বিভিন্ন প্রাইভেট সংস্থার মাধ্যমে কখনও কখনও জব ড্রাইভের মতো প্রোগ্রাম আয়োজন করা হয়। কর্মপ্রার্থীদের সঙ্গে সংস্থার সেতুবন্ধন করছে রাজ্য সরকারের এই দফতর।
বসিরহাট: কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে মিলছে চাকরির সুযোগ। সরকারি কর্ম বিনিয়োগ কেন্দ্র অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নিয়মিত যোগাযোগ রাখলে মিলতে পারে চাকরি। আপনার নাম যদি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে লিপিবদ্ধ থাকে তাহলে আপনার কাছে সরকারি উদ্যোগে আছে বড় সুযোগ। সময়ের সঙ্গে বদল হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কর্মপদ্ধতির, আধুনিকীকরণের পাশাপাশি কার্ডের বদলে চালু হয়েছে অনলাইন পোর্টাল, এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কল এর বদলে সমস্ত সরকারি চাকরিতেই প্রতিযোগিতামূলক পরীক্ষা বর্তমানে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, এর সঙ্গে সমঞ্জস্য রেখেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে চালু হয়েছে একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা। যেমন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য চালু হয়েছে বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ তেমনি কেরিয়ার টক প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রজন্মকে কেরিয়ারের বিষয়ে নতুন দিশা দেখানো।
আরও পড়ুনঃ একটু ভুল করলেই…! রাস্তাঘাটে বাইক-গাড়ির পিছনে কুকুর তাড়া করছে? ঠিক কী করবেন সেই সময়! সঠিক নিয়ম শুধুই এটা
বেসরকারি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনাকে মাথায় রেখে বিভিন্ন প্রাইভেট সংস্থার মাধ্যমে কখনো কখনো জব ড্রাইভ এর মতো প্রোগ্রাম আয়োজন করা হয়। এর মাধ্যমে কর্মপ্রার্থীদের সঙ্গে সংস্থার সেতুবন্ধন করছে রাজ্য সরকারের এই দফতর। বেসরাসরি অনেক সংস্থায় ‘ওয়াক ইন ইন্টারভিউ’তে ডাক পাচ্ছেন অগণিত যুবক-যুবতী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বরফের মতো জেট গতিতে গলবে থলথলে মেদ! একমাস ‘ডিনারে’ সস্তার ‘এই’ সাদা খাবার, শুধু জানুন কীভাবে খাবেন রোজ
বসিরহাট কর্মবিনিয়োগ কেন্দ্রে এরকম একটি জব ড্রাইভের আয়োজন করা হয় তাতে অংশ নেন সীমান্ত থেকে সুন্দরবন এলাকার বিভিন্ন এলাকার কর্মপ্রার্থীরা। জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র বসিরহাটের উপ অধিকর্তা ভিক্টর রায় জানালেন, ‘সরকারি উদ্যোগে বিভিন্ন বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থায় কাজের সুযোগ আসলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখবদ্ধ যুবক যুবতীরা জব ড্রাইভ অংশগ্রহণ করতে পারবে।’
advertisement
বসিরহাট কর্ম বিনিয়োগ কেন্দ্রে ইতিমধ্যেই ১৩টি জব ড্রাইভ অনুষ্ঠিত হয়েছে ,বীমা, ফিনান্স, ব্যাংক, অফিস-সহ বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আনার চেষ্টা করা হচ্ছে। তাদের মধ্যে বেশ কিছু সংস্থা বাছাই কর্মপ্রার্থীদের ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। বসিরহাটের মতো দূরবর্তী জায়গার নিয়োগকারী সংস্থাকে পাওয়া। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের, তা সত্ত্বেও প্রত্যন্ত এলাকার কর্মপ্রার্থীদের কাছে কর্পোরেটে কাজের সুযোগ যা দেখার যুবকদের কাছে কিছুটাও আশার আলো দেখাচ্ছে।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 4:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
JOB: চাকরির ব্যাপক সুযোগ, কর্মসংস্থানের জোয়ার, মিলবে মোটা মাইনে, খুঁটিনাটি নিচের লিঙ্কে