West Bengal Job News: নিজের রেকর্ড ভাঙল আইআইটি খড়গপুর, কত কোটি বেতনের চাকরি পেলেন পড়ুয়ারা জানেন? মাথা ঘুরে যাবে

Last Updated:

West Bengal Job News: আইআইটি খড়গপুরে চাকরি পেলেন বহু পড়ুয়া, ছাড়িয়েছে কোটি টাকার বেতন। সর্বোচ্চ কত কোটি টাকার চাকরি মিলল জানেন? অবিশ্বাস্য...

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পশ্চিম মেদিনীপুর: আইআইটি এর রেকর্ড ভাঙল আইআইটি নিজেই। কোটির উপরে উঠে গেল দুর্দান্ত বার্ষিক প্যাকেজের চাকরি। বছরে ২ কোটি টাকার চাকরি পেলেন IIT খড়্গপুরের পড়ুয়া, ২ দিনেই প্লেসমেন্ট ৮০০ জনের, কোটি টাকার জুটল অনেকেরই। যেন চাকরির মেলা প্রযুক্তিবিদ্যার এই প্রতিষ্ঠানে।
আইআইটি খড়্গপুরের ইতিহাসে এর আগে বছরে সর্ব্বোচ্চ দেড় কোটি টাকা বেতনের চাকরি হয়েছে। এবার সেই রেকর্ডও ভেঙে গেল। রেকর্ড ভাঙল নিজেই। ২০২৪-‘২৫ শিক্ষাবর্ষের ‘প্লেসমেন্ট সাকসেস’-এ বছরে সর্বোচ্চ ২ কোটি ১৪ লক্ষ (2.14 Cr) টাকার চাকরির প্রস্তাব (অফার) পেলেন একজন পড়ুয়া।
আরও পড়ুন: শুকনো ফলে ফিরবে স্বাস্থ্য, কিন্তু কখন খাবেন? ড্রাই ফ্রুটস-এর সবচেয়ে বেশি উপকার কখন খেলে জানুন
আইআইটি সূত্রে খবর, গত ১ ও ২ ডিসেম্বর দু’দিনে ৮০০-র বেশি পড়ুয়া চাকরির অফার পেয়েছেন। এর মধ্যে, আন্তর্জাতিক সংস্থায় চাকরির অফার পেয়েছেন ১৩ জন। বছরে ১ কোটি টাকা বেতনের চাকরির অফার পেয়েছেন ৯ জন।এই দু’দিনে সফটওয়্যার, অ্যানালিটিক্যাল, ফিন্যান্স, ব্যাঙ্কিং, কনসাল্টিং, কোর ইঞ্জিনিয়ারিং প্রভৃতি বিষয়ের উপর চাকরি হয়েছে বলে জানানো হয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষের তরফে। চাকরি হয়েছে গুগল (Google), মাইক্রোসফট (Microsoft), অ্যাপেল (Apple), ক্যাপিটাল ওয়ান, গ্রাভিয়ান, অপ্টিভন, ফ্লিপকার্ট, আমেরিকান এক্সপ্রেস, মেশো , মাস্টারকার্ডের মতো বিশ্বের নামকরা বহুজাতিক সংস্থাগুলিতে।
advertisement
advertisement
আরও পড়ুন: বলিউডের ‘স্বপ্নো কি রানি’ শর্মিলা ঠাকুর ক্যানসারে আক্রান্ত হন, তারপর? এই লড়াই শুনলে আপনি শিউরে উঠবেন!
আইআইটি খড়্গপুরের ডিরেক্টর ভি কে তেওয়ারি জানান, “যেখানে কর্মসংস্থানের হার কমছে, সেখানে আইআইটি খড়্গপুরের নিজেদের মান ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হয়েছে। বছরে দুবার একাডেমিক – ইন্ডাস্ট্রি কনক্লেভ অনুষ্ঠিত হয়।” আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) নিজস্ব ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে।
advertisement
এর দায়িত্বে থাকা অধ্যাপক রাজীব মাইতি বলেন, “তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের একটি লক্ষ্য স্থির করে দেওয়া হয়। তাঁদের সামনে অনেকগুলো সুযোগ (অপশন) রাখা হয়; যাতে তাঁরা সহজেই তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা করার সুযোগ পান। অনেকে আছেন যাঁরা পড়াশোনা নিয়েই থাকতে চান। তাঁদের কেউগবেষক, কেউ বিজ্ঞানী, কেউ অধ্যাপক হবেন। কেউ আবার চাকরি নিয়ে বিদেশে যাবেন। আইআইটি’র মুখ উজ্জ্বল করবেন।” স্বাভাবিকভাবে শুধু পড়াশোনা নয়, দেশ কিংবা দেশের বাইরে বহু নামিদামি সংস্থায় চাকরি পেয়েছেন বহু পড়ুয়া। বছরে জুটেছে কোটি টাকার কাজের অফার।আইআইটি খড়গপুরের এখন খুশির মেজাজ।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Job News: নিজের রেকর্ড ভাঙল আইআইটি খড়গপুর, কত কোটি বেতনের চাকরি পেলেন পড়ুয়ারা জানেন? মাথা ঘুরে যাবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement