বাবা ভাগচাষী, ৪৫৭ নম্বর পেয়ে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখছে কাঁকসার বিশ্বনাথ মাড্ডি
Last Updated:
#দুর্গাপুর: বাবা বাবুরাম মাড্ডি পেশায় সামান্য ভাগচাষী । ছেলের চোখে স্বপ্ন আইনজীবী হওয়ার । তারই প্রথম ধাপ সসম্মানে উতরে গেল কাঁকসা রঘুনাথপুরের একলব্য আবাসিক বিদ্যালয়ের ছাত্র বিশ্বনাথ মাড্ডি । উচ্চমাধ্যমিকে অলচিকি ভাষায় রাজ্যে প্রথম স্থান দখলে রাখল বিশ্বনাথ । তার প্রাপ্ত নম্বর ৪৫৭, শতকরা হিসেবে ৯১.৪ % । ষষ্ঠ শ্রেনী থেকেই এই বিদ্যালয়ে পড়াশোনা বিশ্বনাথের । সুযোগ পেলে আইন নিয়ে পড়াশোনা করতে চায়, তবে দারিদ্রতাই বাধা, তাই সাহায্যের আশায় কাঁকসার মলানদিঘীর বাসিন্দা বিশ্বনাথ ।
একলব্য বিদ্যালয়ের টিচার ইনচার্জ গৌরব মিশ্র জানালেন বিশ্বনাথকে স্কুলের পক্ষ থেকে সর্বতভাবে সাহায্য করা হবে । এর পাশাপাশি তিনি জানান যে গতবছরও সীমা সোরেন নামে এক ছাত্রী প্রথম হয়েছিল ।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুদীপ্ত ভট্টাচার্য বিশ্বনাথের পাশাপাশি অভিনন্দন জানালেন অন্যান্য শিক্ষকদেরও, যাঁদের অনুপ্রেরনাতেই এই ফলাফল । পাশাপাশি সর্বতোভাবে বিশ্বনাথের পাশে থাকার আশ্বাস তাঁর ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2019 5:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবা ভাগচাষী, ৪৫৭ নম্বর পেয়ে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখছে কাঁকসার বিশ্বনাথ মাড্ডি