বাবা ভাগচাষী, ৪৫৭ নম্বর পেয়ে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখছে কাঁকসার বিশ্বনাথ মাড্ডি

Last Updated:
#দুর্গাপুর: বাবা বাবুরাম মাড্ডি পেশায় সামান্য ভাগচাষী । ছেলের চোখে স্বপ্ন আইনজীবী হওয়ার । তারই প্রথম ধাপ সসম্মানে উতরে গেল কাঁকসা রঘুনাথপুরের একলব্য আবাসিক বিদ্যালয়ের ছাত্র বিশ্বনাথ মাড্ডি । উচ্চমাধ্যমিকে অলচিকি ভাষায় রাজ্যে প্রথম স্থান দখলে রাখল বিশ্বনাথ । তার প্রাপ্ত নম্বর ৪৫৭, শতকরা হিসেবে ৯১.৪ % । ষষ্ঠ শ্রেনী থেকেই এই বিদ্যালয়ে পড়াশোনা বিশ্বনাথের । সুযোগ পেলে আইন নিয়ে পড়াশোনা করতে চায়, তবে দারিদ্রতাই বাধা, তাই সাহায্যের আশায় কাঁকসার মলানদিঘীর বাসিন্দা বিশ্বনাথ ।
একলব্য বিদ্যালয়ের টিচার ইনচার্জ গৌরব মিশ্র জানালেন বিশ্বনাথকে স্কুলের পক্ষ থেকে সর্বতভাবে সাহায্য করা হবে । এর পাশাপাশি তিনি জানান যে গতবছরও সীমা সোরেন নামে এক ছাত্রী প্রথম হয়েছিল ।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুদীপ্ত ভট্টাচার্য বিশ্বনাথের পাশাপাশি অভিনন্দন জানালেন অন্যান্য শিক্ষকদেরও, যাঁদের অনুপ্রেরনাতেই এই ফলাফল । পাশাপাশি সর্বতোভাবে বিশ্বনাথের পাশে থাকার আশ্বাস তাঁর ।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবা ভাগচাষী, ৪৫৭ নম্বর পেয়ে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখছে কাঁকসার বিশ্বনাথ মাড্ডি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement