Mamata Banerjee- Anubrata Mandal: বন্যার আবহে বীরভূম-সহ তিন জেলায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর! কেষ্ট-সাক্ষাৎ হবে কি?
- Published by:Ratnadeep Ray
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee on flood situation: বন্যা পরিস্থিতি পরিদর্শনে তিন দিনের দক্ষিণবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম- এই তিন জেলায় সফর করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বন্যা পরিস্থিতি পরিদর্শনে তিন দিনের দক্ষিণবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম- এই তিন জেলায় সফর করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি পরিদর্শন শুধু নয়, সেই সঙ্গে করবেন প্রশাসনিক বৈঠকও।
সোমবার পূর্ব বর্ধমানের জেলাশাসক অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। তারপর পূর্ব বর্ধমান লাগোয়া কয়েকটি এলাকায় পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী, যাবেন বাঁকুড়ার বড়জোড়াতেও।
advertisement
পরের দিন, অর্থাৎ মঙ্গলবার বোলপুরে করবেন প্রশাসনিক বৈঠক। মূলত বোলপুরে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী, ঐদিন বোলপুরেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। বুধবার বোলপুর থেকে কলকাতা ফেরার পথে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মমতার।
advertisement
অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর। মঙ্গলবার বীরভূমে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। বীরভূমে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। বীরভূম জেলার জন্য তৃণমূল কংগ্রেসের কোর কমিটি আগেই তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির সদস্যদের নিয়েও বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ হবে? জল্পনা চরমে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2024 8:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee- Anubrata Mandal: বন্যার আবহে বীরভূম-সহ তিন জেলায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর! কেষ্ট-সাক্ষাৎ হবে কি?