West Bengal By Election: বিধানসভা উপনির্বাচনে 'ভেবেচিন্তে' প্রার্থী বাছাই তৃণমূলের, ভোটের আগেই কী চমক দিলেন আলিফা আহমেদ? শুনে চমকে যাবেন

Last Updated:

West Bengal By Election: সোমবার তাঁর সঙ্গে ছিলেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মল্লিকা চট্টোপাধ্যায়, কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়, কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রার্থী বাছাইয়ে চমক
প্রার্থী বাছাইয়ে চমক
সমীর রুদ্র, নদিয়া: ভিড়ে ঠাসা বাজারে ব্যবসায়ীদের কাছে ভোট দেওয়ার আবেদন জানিয়ে সোমবারের প্রচার শুরু করলেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। সোমবার সকাল থেকেই তিনি কালীগঞ্জ ব্লকের মাটিয়ারি গ্রাম পঞ্চায়েতের রাম সীতা ময়দান বাজার এলাকায় প্রচার শুরু করেন তিনি। পায়ে হেঁটেই তিনি ওই এলাকায় প্রতিটি ব্যবসায়ীর কাছে পৌঁছে গিয়ে ভোট প্রচার করেন।
এদিন তার সঙ্গে ছিলেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মল্লিকা চট্টোপাধ্যায়, কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়, কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও অসংখ্য কর্মী সমর্থক।
advertisement
advertisement
মূলত বাবার পরিচয় সামনে রেখেই ভোট প্রচার করেন তিনি। উল্লেখ্য, কালীগঞ্জ বিধানসভার প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকেই প্রার্থী করেছে তৃণমূল।
অন্যদিকে, সোমবার ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়ন পত্র জমা করলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশীষ ঘোষ। গত শনিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। এরপর সোমবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকঢোল বাজিয়ে দেবগ্রামের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে ১২ নং জাতীয় সড়ক ধরে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
advertisement
এদিন প্রার্থীর সঙ্গে দলীয় কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন নদীয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal By Election: বিধানসভা উপনির্বাচনে 'ভেবেচিন্তে' প্রার্থী বাছাই তৃণমূলের, ভোটের আগেই কী চমক দিলেন আলিফা আহমেদ? শুনে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement