লড়াই নন্দীগ্রামে, তৃণমূলের তারকা প্রচার বনাম বিজেপির রোড শো-বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ
- Published by:Pooja Basu
Last Updated:
তবে শুধু এরা নয় প্রচারে থাকতে চলেছেন তৃণমূলের চার তারকা সাংসদ দেব-মিমি-নুসরাত-শতাব্দী। নন্দীগ্রাম জুড়ে প্রতিদিন প্রচার চালিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কখনও রোড শো। কখনও আবার ছোট ছোট সভা।
#নন্দীগ্রাম: শুধু নিজেদের কেন্দ্রে প্রার্থী হিসেবে প্রচার নয়। ভোটের লড়াইয়ে অবতীর্ণ হওয়া শুধু নয়। এবার প্রচারের দায়িত্ব সামলাতে হবে তারকা প্রার্থীদের। তাদের সেই প্রচার হবে রাজ্যের হটসিট নন্দীগ্রামে। যেখানে তৃণমূলের প্রার্থী খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রচারে নন্দীগ্রামে তাই হাজির হচ্ছেন তারকারা। সূত্রের খবর নন্দীগ্রামের দুই ব্লকের ১৭ গ্রাম পঞ্চায়েতে সভা করবেন এই তারকারা। যে তালিকায় রয়েছেন দলের প্রার্থী সোনারপুর দক্ষিণের লাভলি মিত্র। মেদিনীপুর আসনের জুন মালিয়া। রাজারহাট গোপালপুর আসনের অদিতি মুন্সী। চন্ডীপুর আসনের সোহম চক্রবর্তী। ব্যারাকপুর আসনের রাজ চক্রবর্তী। কৃষ্ননগর আসনের কৌশানী মুখোপাধ্যায়। বাঁকুড়া আসনের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আসানসোল দক্ষিণের আসনের সায়নী ঘোষ। যাদের নিজেদের আসনের ভোট প্রচার করা ছাড়াও নন্দীগ্রামে প্রচারে আনা হচ্ছে।
তবে শুধু এরা নয় প্রচারে থাকতে চলেছেন তৃণমূলের চার তারকা সাংসদ দেব-মিমি-নুসরাত-শতাব্দী। নন্দীগ্রাম জুড়ে প্রতিদিন প্রচার চালিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কখনও রোড শো। কখনও আবার ছোট ছোট সভা। কখনও আবার একাধিক বাড়িতে ঢুকে জনসংযোগ সারছেন শুভেন্দু অধিকারী অবশ্য নানা ভাবে প্রচার পর্ব সারছেন গোটা নন্দীগ্রাম জুড়ে। এই বিধানসভা ভোটে একমাত্র কেন্দ্র যেখানে বিজেপির সমস্ত হেভিওয়েট প্রার্থী প্রচারে আসছেন। শুভেন্দু অধিকারী নিজেও মাটি আঁকড়ে পরে আছেন। বিজেপি সূত্রে খবর, নন্দীগ্রামের ১৭ পঞ্চায়েত এলাকায় শুভেন্দু অধিকারী চাইছেন রাজনৈতিক ভাবে শক্তিশালী নেতাদের নিয়ে এসে প্রচার চালাতে। রাজনৈতিক মহলের মতে এরই পাল্টা প্রচার চালাতে তারকাদের নিয়ে এসে প্রচার চালাতে চায় জোড়াফুল শিবির।
advertisement
নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ ব্লকে রোড শো করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পায়ে আঘাত লাগার কারণে সেই রোড শো হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ আজ ও আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার কথা ছিল নন্দীগ্রামে। তার সফরসূচিতে বদল আনা হয়েছে। নয়া সফরসূচি অনুযায়ী তিনি মাসের শেষ দিকে থাকবেন। ভোটের আগে শেষ লগ্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে ঝড় তুলবেন। তৃণমূল যখন প্রতি পঞ্চায়েত জুড়ে তারকা প্রচার করানোর কথা ভাবছে। বিজেপি তখন প্রতি পঞ্চায়েত জুড়ে রোড শো করে জনসংযোগ স্থাপন করতে চাইছে। ফলে ভোট যত এগিয়ে আসছে ততই জোরদার হয়ে উঠছে নন্দীগ্রামের প্রচার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2021 8:42 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লড়াই নন্দীগ্রামে, তৃণমূলের তারকা প্রচার বনাম বিজেপির রোড শো-বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ

