Weather Alert: শীতের আমেজ উধাও হয়েছে দক্ষিণবঙ্গ থেকে, একনজরে বাংলার আবহাওয়া

Last Updated:

বঙ্গে বাধা পাচ্ছে শীত, মন ভার শীতপ্রেমীদের, কী বলছে হাওয়া অফিস!

পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়া: শীত যেন উধাও হয়েছে। নভেম্বরে শেষের দিকে এসে শীতের আমেজ নেই বললেই চলে। জেলা পুরুলিয়াতে আবহাওয়ার খামখেয়ালি শুরু হয়েছে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। ভোরের দিকে হালকা কুয়াশার দাপট থাকছে। বেলা বাড়তেই রোদের দেখা মিলছে। হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। ‌ রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে যাচ্ছে।
এই দিন জেলা পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার।
advertisement
advertisement
বৃষ্টি হতে দেখা যাবে না দক্ষিণের জেলাগুলিতে। ‌দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্কই থাকবে। শুধু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের দিকে পারদ নামতে পারে। গরমের অনুভূতি হতে দেখা যাচ্ছে শহর কলকাতাও অন্যান্য জায়গাতে। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই বেড়ে গিয়েছে। শীতের প্রভাব কমছে সব জায়গাতেই।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার আমেজ রয়েছে। তবে বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। ‌ দার্জিলিং, জলপাইগুড়ি , কালিম্পং এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে। ‌ এছাড়া উত্তরের জেলা গুলি মোটামুটি শুষ্ক থাকবে। ‌ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সর্তকতা জারি করা হয়েছে উত্তরে।
advertisement
নভেম্বরের শেষ লগ্নে এসে শীতের দেখা সেভাবে নেই। ‌ আশা করা যাচ্ছে ডিসেম্বরে শুরু থেকে শীতের প্রভাব পড়বে দক্ষিণের জেলাগুলিতে। ‌ তবে বৃষ্টি হবে না দক্ষিণের কোনও জায়গাতে। ‌ আবহাওয়ার খামখেয়ালি চলছে দক্ষিণের সমস্ত জায়গার পাশাপাশি জেলা পুরুলিয়াতে। কিন্তু কুয়াশার প্রভাব থাকবে জেলা জুড়ে। Input- Sharmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather Alert: শীতের আমেজ উধাও হয়েছে দক্ষিণবঙ্গ থেকে, একনজরে বাংলার আবহাওয়া
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement