WB Panchayat Elections Result 2023: নদীয়ায় গণনায় কারচুপির অভিযোগ! রুখতে গিয়ে অসুস্থ বিজেপি সাংসদ জগন্নাথ সরকার
- Published by:Salmali Das
- local18
Last Updated:
WB Panchayat Elections Result 2023: গণনা কেন্দ্রের সামনে পুলিশের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তড়িঘড়ি তাঁকে ধরে ফেলে তাঁর নিরাপত্তারক্ষী।
নদীয়া: গণনা কেন্দ্রের সামনে পুলিশের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তড়িঘড়ি তাঁকে ধরে ফেলে তাঁর নিরাপত্তারক্ষী। কোলে তুলে দৌড়াতে দৌড়াতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের স্ট্রংরুম ঘটে এই ঘটনা।
বিরোধীদের অভিযোগ গণনাকেন্দ্রে থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হয়। বিজেপির দাবি, তৃণমূলের গুন্ডাবাহিনীরা রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে গণনায় কারচুপির করার চেষ্টা চালাচ্ছিল। সেই খবর পেয়ে ঘটনাস্থানে আসেন জগন্নাথ সরকার। গণনা কেন্দ্রের বাইরে তিনি এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত এবং এসডিপিও কোভিদ মন্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন। তারপর, সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
advertisement
advertisement
ভোট শুরুর প্রায় এক মাস আগে থেকেই ফুটছে গ্রাম বাংলা। যেই উত্তাপের আঁচে পুড়েছে রাজ্যের আনাচ-কানাচ। গণতন্ত্রের বৃহত্তম উৎসব শুরুর আগে থেকেই মুড়ি-মুড়কির মতো লাশ পড়তে শুরু করেছিল একের পর এক। ভোটের দিন সেই মৃত্যুমিছিল যোগ হল আরও সংখ্যা! ফিরে এল ২০১৮ সালের সেই দুঃস্বপ্নের দিনগুলি। আর ভোটগণনার সেই ছবি। সকাল থেকেই ফের অশান্ত রাজ্যে। বহু জায়গাই ভোটগণনা কেন্দ্র করে শুরু হয়েছে অশান্তি।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 1:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Elections Result 2023: নদীয়ায় গণনায় কারচুপির অভিযোগ! রুখতে গিয়ে অসুস্থ বিজেপি সাংসদ জগন্নাথ সরকার