মালদহের চাঁচলে পুলিশের জালে জলের পাইপ চুরির চক্র, গ্রেফতার ৪
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Malda Racket: উদ্ধার প্রচুর চোরাই জলের পাইপ, চুরির জিনিস কিনে গ্রেফতার ব্যবসায়ীও
মালদহ : মালদহে পুলিশের অভিযানে গ্রেফতার হল জলের পাইপ চুরির চক্র । চার জনকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ । চাঁচলে এক হার্ডওয়ার দোকান থেকে জলের পাইপ চুরি যাওয়ার ঘটনার তদন্তে নেমে মিলল চক্রের হদিশ । এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে চুরির অভিযোগ । অন্যদিকে চোরাই মালপত্র কেনার অভিযোগে গ্রেফতার এক ব্যবসায়ীও । ধৃতদের আজ রবিবার চাঁচোল মহকুমা আদালতে তোলে পুলিশ ।
অভিযোগ, মালদহের চাঁচোলের পুষ্প সিনেমা হল মোড় এলাকায় এক হার্ডওয়্যার দোকান থেকে বেশ কয়েক হাজার টাকার জলের পাইপ চুরি যায় । দোকানের গুদামঘর থেকে উধাও হয়ে যায় জলের পাইপ । এই ঘটনায় চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী । ঘটনার তদন্তে নেমে চোরাই চক্রের জড়িত থাকার অভিযোগে কাসিমউদ্দিন , সুরজ খান এবং নজরুল শেখ নামে তিনজনকে গ্রেফতার করা হয় । এছাড়া চোরাই মালপত্র কেনার অভিযোগে কাজী মাসুদ নামে আরও এক ব্যবসায়ী কেউ গ্রেফতার করে পুলিশ ।
advertisement
আরও পড়ুন : আসানসোলে হবে দুই বর্ধমানের শিল্প সম্মেলন, তুঙ্গে প্রশাসনিক প্রস্তুতি
পুলিশ জানিয়েছে , ধৃতদের হেফাজত থেকে ছয় ব্যাগ জলের পাইপ উদ্ধার করা হয়়় । যার বাজার মূল্য অন্তত ৫০ হাজার টাকা ।এদিকে, চুরির ঘটনার পর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুষ্কৃতী চক্র গ্রেফতারের ঘটনায় স্বস্তিতে ব্যবসায়ী মহল । চোরাই মালপত্র উদ্ধারে ঘটনাতেও একরকম সন্তুষ্ট ব্যবসায়ীরা ।
advertisement
advertisement
আরও পড়ুন : জেলায় নির্বিঘ্নে টেট পরীক্ষা হলেও বিতর্ক হয়ে দাঁড়াল হাটজানবাজার রেলগেট
এদিকে ধৃত ওই চক্রকে জেরা করে চাঁচলে আরও কিছু চুরির ঘটনার তথ্য পাওয়ার আশা করছে পুলিশ । এ জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়ায় ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে । কয়েকদিন ধরে রীতিমতো পরিকল্পনা করেই চুরির ঘটনা ঘটানো হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। চুরির ঘটনার পর বাজারমূল্যের থেকে বেশকিছুটা কম দামে ওই ব্যবসায়ীকে চোরাই পাইপ বিক্রি করে দেয় দুষ্কৃতীরা। বেশি লাভের আশায় চোরাই মালপত্র কিনে গ্রেফতার হয়েছেন ব্যবসায়ীও। তবে এই চক্র আগেও কোথা চুরির ঘটনা ঘটিয়েছে কিনা, অথবা ওই ব্যবসায়ী আগে চোরাই মালপত্র কিনেছেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2022 1:05 PM IST