আসানসোলে হবে দুই বর্ধমানের শিল্প সম্মেলন, তুঙ্গে প্রশাসনিক প্রস্তুতি
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Asansol Trade Conference: কোন ধরনের শিল্প এই জেলায় গড়ে উঠতে পারে, তার তালিকা তৈরি করা হচ্ছে সেই শিল্পের জন্য কোথায় কত জমি রয়েছে তার তালিকা প্রস্তুতে ব্যস্ত এখন প্রশাসনিক আধিকারিকরা
বর্ধমান : আগামী ২২ ডিসেম্বর দুই বর্ধমান জেলার শিল্প বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। দুই জেলাকে নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে আসানসোলে। এই অনুষ্ঠান ঘিরে পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। কোন ধরনের শিল্প এই জেলায় গড়ে উঠতে পারে, তার তালিকা তৈরি করা হচ্ছে সেই শিল্পের জন্য কোথায় কত জমি রয়েছে তার তালিকা প্রস্তুতে ব্যস্ত এখন প্রশাসনিক আধিকারিকরা।
বিনিয়োগ টানতে তত্পর রাজ্য সরকার। সেই জন্যই জেলায় জেলায় বাণিজ্য সম্মেলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তার দিনক্ষণ ঘোষণা করেছে নবান্ন। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর এ ব্যাপারে অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাকেও যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন : জেলায় নির্বিঘ্নে টেট পরীক্ষা হলেও বিতর্ক হয়ে দাঁড়াল হাটজানবাজার রেলগেট
চলতি ডিসেম্বর মাস থেকে জেলায় জেলায় 'সিনারজি অ্যান্ড বিজনেস কনক্লেভ' বা শিল্প সম্মেলন শুরু হতে চলেছে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের তরফে সম্প্রতি জেলা প্রশাসনকে এই মর্মে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এই ধরনের জেলাভিত্তিক সিনার্জির মাধ্যমে যে বিনিয়োগগুলি এসেছে সেগুলি কী অবস্হায় রয়েছে সে ব্যাপারেও নবান্নের তরফে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। জেলায় কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে এবং কী কী পরিকাঠামো রয়েছে তাও জানতে চাওয়া হয়েছে।
advertisement
advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ ডিসেম্বর উত্তর ২৪ পরগনা জেলা দিয়ে এই শিল্প সম্মেলন শুরু হবে। আগামী ২২ ডিসেম্বর পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান মিলিয়ে আসানসোলে সম্মেলন হবে। তার পর ২৩ ডিসেম্বর সম্মেলন হবে বীরভূম জেলায়। হুগলি জেলায় এই সিনার্জি হবে আগামী বছরের ১১ জানুয়ারি। পুরুলিয়া ও বাঁকুড়া জেলা নিয়ে একত্রে এই শিল্প সম্মেলন হবে ২০ জানুয়ারি পুরুলিয়ায়। হাওড়া জেলার এই বিশেষ কনক্লেভ হবে ৩১ জানুয়ারি। ৯ ফেব্রুয়ারি হবে নদিয়া জেলায়, মুর্শিদাবাদে হবে আগামী ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে। মালদহ জেলায় হবে ১১ ফেব্রুয়ারি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2022 12:20 PM IST